প্রতিনিধি
চট্টগ্রাম: এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তি আবেদন করেছে প্রায় ৬১ হাজার শিক্ষার্থী। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের মধ্যে এখন সবচেয়ে বেশি আবেদন পড়েছে 'এ' ইউনিটে।
সোমবার বেলা পৌঁনে ১১ টা পর্যন্ত ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন জমা পড়ে মোট ৬০ হাজার ৭৮৬টি ।
এর মধ্যে 'এ' ইউনিটে আবেদন করেছে ২৪ হাজার ৫১৩ জন। 'বি' ইউনিটে আবেদন করেছে ১২ হাজার ৭৫৮ জন, 'সি' ইউনিটে ৪ হাজার ১৭৭ জন ও ‘ডি’ ইউনিটে ১৬ হাজার ২৮৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। অন্যদিকে দুইটি উপ ইউনিটের মধ্যে 'বি-১' ইউনিটে আবেদন করেছে ১ হাজার ৩৭০ জন ও 'ডি-১' ইউনিটে আবেদন করেছে ১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার বেলা পৌঁনে ১১ টা পর্যন্ত ৬০ হাজার ৭৮৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। প্রথম দিকে একসাথে অনেক শিক্ষার্থী আবেদন করায় সার্ভার কিছুটা স্লো ছিল। বর্তমানে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই আবেদন করতে পারছে। আগামী ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এর আগে গত ১২ এপ্রিল সকাল সাড়ে দশটায় ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা চলবে ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ২ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
শুধুমাত্র যারা ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ভর্তিচ্ছুদের চবি ভর্তির ওয়েবসাইট (https://admission.cu.ac.bd) এর মাধ্যমে প্রচারিত অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।
পরীক্ষা পদ্ধতি
ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (এমসিকিউ) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে।
আবেদন ফি
এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট/উপ-ইউনিটে আবেদন ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্রসেসিং ফি যুক্ত হবে। আবেদন ফি বিকাশ ও রকেটের মাধ্যমে দেওয়া যাবে।
আসন সংখ্যা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এরমধ্যে 'এ' ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৪টি, 'বি' ইউনিটে ১ হাজার ২২১টি, 'সি' ইউনিটে ৪৪২টি, 'ডি' ইউনিটে ১ হাজার ১৫৭টি।
উপ ইউনিটের মধ্যে 'বি১' ইউনিটে ১২৫টি ও 'ডি১' ইউনিটে ৩০টি আসন রয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষার আট দিনব্যাপী সময়সূচি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দুদিন করে সময় রাখা হয়েছে। একটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের জন্য রাখা হয়েছে আরও দুদিন। সময়সূচি অনুযায়ী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম: এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তি আবেদন করেছে প্রায় ৬১ হাজার শিক্ষার্থী। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের মধ্যে এখন সবচেয়ে বেশি আবেদন পড়েছে 'এ' ইউনিটে।
সোমবার বেলা পৌঁনে ১১ টা পর্যন্ত ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন জমা পড়ে মোট ৬০ হাজার ৭৮৬টি ।
এর মধ্যে 'এ' ইউনিটে আবেদন করেছে ২৪ হাজার ৫১৩ জন। 'বি' ইউনিটে আবেদন করেছে ১২ হাজার ৭৫৮ জন, 'সি' ইউনিটে ৪ হাজার ১৭৭ জন ও ‘ডি’ ইউনিটে ১৬ হাজার ২৮৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। অন্যদিকে দুইটি উপ ইউনিটের মধ্যে 'বি-১' ইউনিটে আবেদন করেছে ১ হাজার ৩৭০ জন ও 'ডি-১' ইউনিটে আবেদন করেছে ১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার বেলা পৌঁনে ১১ টা পর্যন্ত ৬০ হাজার ৭৮৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। প্রথম দিকে একসাথে অনেক শিক্ষার্থী আবেদন করায় সার্ভার কিছুটা স্লো ছিল। বর্তমানে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই আবেদন করতে পারছে। আগামী ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এর আগে গত ১২ এপ্রিল সকাল সাড়ে দশটায় ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা চলবে ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ২ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
শুধুমাত্র যারা ২০১৮ সালে মাধ্যমিক ও ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ভর্তিচ্ছুদের চবি ভর্তির ওয়েবসাইট (https://admission.cu.ac.bd) এর মাধ্যমে প্রচারিত অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।
পরীক্ষা পদ্ধতি
ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১২০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০০ নম্বর লিখিত পরীক্ষা (এমসিকিউ) ও বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে যুক্ত হবে।
আবেদন ফি
এবারের ভর্তি পরীক্ষায় ইউনিট/উপ-ইউনিটে আবেদন ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্রসেসিং ফি যুক্ত হবে। আবেদন ফি বিকাশ ও রকেটের মাধ্যমে দেওয়া যাবে।
আসন সংখ্যা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এরমধ্যে 'এ' ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৪টি, 'বি' ইউনিটে ১ হাজার ২২১টি, 'সি' ইউনিটে ৪৪২টি, 'ডি' ইউনিটে ১ হাজার ১৫৭টি।
উপ ইউনিটের মধ্যে 'বি১' ইউনিটে ১২৫টি ও 'ডি১' ইউনিটে ৩০টি আসন রয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষার আট দিনব্যাপী সময়সূচি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দুদিন করে সময় রাখা হয়েছে। একটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের জন্য রাখা হয়েছে আরও দুদিন। সময়সূচি অনুযায়ী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫