Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন সংক্রমণের আশঙ্কা নেই: দীপু মনি

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৪
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন সংক্রমণের আশঙ্কা নেই: দীপু মনি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এখন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলেন। 

স্কুল পরিদর্শন শেষে দীপু মনি গণমাধ্যমকর্মীদের বলেন, `স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ভালো আছে। সবাই মাস্ক পরেছে। আমরা আশা করছি সামনের দিনগুলোতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক-শিক্ষার্থীরা ভেতরে-বাইরে সবাই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলবে। এখন গ্রামাঞ্চলেও খুব ভালোভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আমাদের কাছে এসব তথ্য আছে।' 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, `আপনাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে জানতে পেরেছি শিক্ষাপ্রতিষ্ঠানে এখন গুরুত্বসহকারে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা চলছে। তবে বহু দিনের অভ্যাস পরিবর্তন অল্প সময়ে আসবে না। একটা সময় আসবে, সবাই অভ্যস্ত হবেন এবং মানবেন। এ ক্ষেত্রে সবার প্রচেষ্টাও আছে। শুধু করোনার জন্যই নয়, একটি সুষ্ঠু পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে সবাইকে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। পুষ্টি, স্বাস্থ্য, পরিবেশ ও মানসিক স্বাস্থ্য—এসব বিষয় নিয়ে এরই মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। শিক্ষার্থীদের মধ্যেও পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি অভ্যাস গড়ে তোলা হয়েছে। আমরা আশাবাদী, আগামী দিনগুলোতে এগুলোর সত্যিকারের সঠিক প্রতিফলন সব শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে পাব।' 

ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, `আমাদের চোখ সব জায়গায় যাবে না। সংবাদকর্মীদের চোখ সব জায়গায় রয়েছে। এ ছাড়া সারা দেশে আপনাদের প্রতিনিধিরা ছড়িয়ে-ছিটিয়ে আছেন। যেখানে যা কিছু অনিয়ম দেখবেন, সেগুলো তুলে ধরবেন। সেগুলো সংস্কারের দায়িত্ব আমাদের। এ ছাড়া পর্যবেক্ষণ শেষে আগামী দুই-তিন দিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি ব্রিফিং করে আপনাদের জানাতে পারব।' 

বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে দীপু মনি বলেন, `যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হয়েছে, তাদের কথা ভিন্ন, কিন্তু যাদের রেজিস্ট্রেশন করা হয়নি তাঁরা রেজিস্ট্রেশন করবে। তবে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা।' 

দীপু মনি বলেন, `আজকে প্রকাশ্যে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চলে এসেছি, আগামীকাল থেকে কাউকে না জানিয়ে যেকোনো স্কুল-কলেজ পরিদর্শনে যাব। কোনো স্কুল অ্যান্ড কলেজ অনিয়ম করলে কিংবা স্বাস্থ্যবিধি না মানা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' 

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল উদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মরিয়ম বেগম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত