মোস্তাকিম শুভ, সেলটা
Distractors in Listening
সাধারণত: লিসনিংয়ে ডিসট্রাকটরের নানা রূপ
(ক) অসত্য (অশুদ্ধ) তথ্য। (খ) বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) (গ) বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) (ঘ) সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। (ঙ) কথা পরিবর্তন। (চ) ইনফরমেশন ওভারলোড।
খ। বিকল্প উপায় (অলটারনেটিভ সল্যুশন-এমসিকিউ প্রশ্ন)
অনেক সময় কোনো কোনো প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো দিয়ে দেওয়া হয়, যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল। যেমন এমসিকিউ। পরিকল্পিতভাবেই এটি করা হয়, যাতে পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে। তাদের সামনে একটি সঠিক উত্তরের পরিবর্তে একাধিক (তিন থেকে চারটি) সম্ভাব্য উত্তর থাকে। সবচেয়ে মজার বিষয় হলো উত্তরগুলো দেখতে বা যুক্তিতর্কে খুব কাছাকাছি। এখানে খুব গভীরভাবে বিচার-বিশ্লেষণ করে ডিসট্র্যাকটর সরিয়ে সঠিক উত্তরটি শনাক্ত করা খুব জরুরি। উদাহরণ-২
এখানে প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো (এমসিকিউ) দেওয়া আছে যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল।
গ। বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট)
বিভ্রান্তিকর বিবৃতি (যা সত্যের মতো শোনালেও সত্য নয়) দিয়েও ডিসট্র্যাকটর তৈরি করা হয়। এটা পরীক্ষার্থীদের বিভ্রান্তি করে এবং সঠিক উত্তর হতে নজর সরিয়ে নেয়। সুতরাং ডিসট্র্যাকটর চিহ্নিত করে সেগুলোকে পাশ কাটানোর দক্ষতা প্রয়োজন যা কিনা সঠিক উত্তর বাছাই করতে সাহায্য করে। উদাহরণ-৩:
কথোপকথনে প্রথমে এসেছে ডবল সেভেন ডবল ফাইফ। কিন্তু পরে সেটিকে ঠিক করে দেওয়া হয়েছে—ডবল ফাইভ ডবল সেভেন। সঠিক উত্তর ৫৫৭৭।
ঘ। সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ
সঠিক উত্তরের কাছাকাছি উচ্চারিত শব্দগুলো ব্যবহার করেও বিভ্রান্তি সৃষ্টি করা হয়। পরীক্ষার্থীরা একটির সঙ্গে অন্য বিষয় গুলিয়ে ফেলে, বিশেষ করে ছাত্ররা যখন তাদের লিসনিং দক্ষতার ওপর বিশ্বাস করে পরীক্ষা দেয়। কিন্তু এহেন সমোচ্চারিত শব্দ ব্যবহার করে ফাঁদ পাতা হয় তখন তারা সেটি বোঝে না। উদাহরণ-৪:
প্রথমে ভুল উত্তর দিয়েছে। কিন্তু কথোপকথনে দ্বিতীয় ব্যক্তি লেখা নোট দেখে বোঝেন যে প্রথম ব্যক্তি যা বলছেন, তা ভুল। সুতরাং শেষের বলাটিই (thirteen) সঠিক উত্তর। এখানে সমোচ্চারিত শব্দগুলো (thirty / thirteen) বারবার উচ্চারিত হয়েছে।
[পর্ব-৫.৩ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
Distractors in Listening
সাধারণত: লিসনিংয়ে ডিসট্রাকটরের নানা রূপ
(ক) অসত্য (অশুদ্ধ) তথ্য। (খ) বিকল্প উপায় (এমসিকিউ প্রশ্ন) (গ) বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট) (ঘ) সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ। (ঙ) কথা পরিবর্তন। (চ) ইনফরমেশন ওভারলোড।
খ। বিকল্প উপায় (অলটারনেটিভ সল্যুশন-এমসিকিউ প্রশ্ন)
অনেক সময় কোনো কোনো প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো দিয়ে দেওয়া হয়, যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল। যেমন এমসিকিউ। পরিকল্পিতভাবেই এটি করা হয়, যাতে পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে। তাদের সামনে একটি সঠিক উত্তরের পরিবর্তে একাধিক (তিন থেকে চারটি) সম্ভাব্য উত্তর থাকে। সবচেয়ে মজার বিষয় হলো উত্তরগুলো দেখতে বা যুক্তিতর্কে খুব কাছাকাছি। এখানে খুব গভীরভাবে বিচার-বিশ্লেষণ করে ডিসট্র্যাকটর সরিয়ে সঠিক উত্তরটি শনাক্ত করা খুব জরুরি। উদাহরণ-২
এখানে প্রশ্নের উত্তরে একাধিক পছন্দ বা বিকল্প উত্তরগুলো (এমসিকিউ) দেওয়া আছে যেখানে সঠিক উত্তর শুধু একটি, বাকিগুলো ভুল।
গ। বিভ্রান্তিকর বিবৃতি (মিস লিডিং স্টেটমেন্ট)
বিভ্রান্তিকর বিবৃতি (যা সত্যের মতো শোনালেও সত্য নয়) দিয়েও ডিসট্র্যাকটর তৈরি করা হয়। এটা পরীক্ষার্থীদের বিভ্রান্তি করে এবং সঠিক উত্তর হতে নজর সরিয়ে নেয়। সুতরাং ডিসট্র্যাকটর চিহ্নিত করে সেগুলোকে পাশ কাটানোর দক্ষতা প্রয়োজন যা কিনা সঠিক উত্তর বাছাই করতে সাহায্য করে। উদাহরণ-৩:
কথোপকথনে প্রথমে এসেছে ডবল সেভেন ডবল ফাইফ। কিন্তু পরে সেটিকে ঠিক করে দেওয়া হয়েছে—ডবল ফাইভ ডবল সেভেন। সঠিক উত্তর ৫৫৭৭।
ঘ। সমোচ্চারিত শব্দ বা শব্দগুচ্ছ
সঠিক উত্তরের কাছাকাছি উচ্চারিত শব্দগুলো ব্যবহার করেও বিভ্রান্তি সৃষ্টি করা হয়। পরীক্ষার্থীরা একটির সঙ্গে অন্য বিষয় গুলিয়ে ফেলে, বিশেষ করে ছাত্ররা যখন তাদের লিসনিং দক্ষতার ওপর বিশ্বাস করে পরীক্ষা দেয়। কিন্তু এহেন সমোচ্চারিত শব্দ ব্যবহার করে ফাঁদ পাতা হয় তখন তারা সেটি বোঝে না। উদাহরণ-৪:
প্রথমে ভুল উত্তর দিয়েছে। কিন্তু কথোপকথনে দ্বিতীয় ব্যক্তি লেখা নোট দেখে বোঝেন যে প্রথম ব্যক্তি যা বলছেন, তা ভুল। সুতরাং শেষের বলাটিই (thirteen) সঠিক উত্তর। এখানে সমোচ্চারিত শব্দগুলো (thirty / thirteen) বারবার উচ্চারিত হয়েছে।
[পর্ব-৫.৩ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৯ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৯ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৯ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৯ দিন আগে