Ajker Patrika

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ছাড়, তুলতে হবে ঈদের পর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ছাড়, তুলতে হবে ঈদের পর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) এপ্রিল মাসের বেতন ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। তবে এই বেতন শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে তুলতে পারবেন না।

আজ সোমবার মাউশি থেকে এ সংক্রান্ত পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

teachers-salaryবিজ্ঞপ্তি আরও বলা হয়, আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন শিক্ষকরা। 

এর আগে রোববার শিক্ষক-কর্মচারীদের ঈদের উৎসব ভাতার চেক ছাড় হয়। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উৎসব ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত