নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষা খাতে বিচ্যুতি, ত্রুটি রাখার কোনো সুযোগ নেই। শিক্ষা খাতের এসব বিচ্যুতি ও ত্রুটি আমাদের অবশ্যই বর্জন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। সোমবার (২৩ আগস্ট) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত শোক দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে আপনারা সরকারের সহযোগী। আপনাদের যেখানে ইতিবাচক ভূমিকা থাকবে সরকার সেখানে ষোলো আনা সহযোগিতা করবে। কিন্তু কোথাও যদি নেতিবাচকতা থাকে তাহলে সেগুলোকে চিহ্নিত করে দূর করতে হবে। শিক্ষার ক্ষেত্রে সাময়িক কোন লোভকে জায়গা দেওয়ার সুযোগ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথচলাকে খর্ব এবং বিঘ্নিত করতে পারে এমন কোন পদক্ষেপ নিশ্চয়ই আমরা গ্রহণ করবোনা। যেখানে বিচ্যুতি আছে, ত্রুটি আছে, অন্যায় আছে অবশ্যই সেগুলোকে রোধ করা আমাদের দায়িত্ব। শিক্ষা খাতে বিচ্যুতি, ত্রুটি রাখার সুযোগ নেই এগুলোকে আমাদের বর্জন করতেই হবে। এ সময় তিনি সবাইকে আইনের মধ্যে থেকে আইন অনুসরণ করার আহ্বান জানান।
সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাদের ফান্ড আছে তাঁদের খেয়াল করতে হবে আমরা সেটা বিলাস সামগ্রী বা বিনা প্রয়োজনে ক্যাম্পাসের জমি কেনায় ব্যয় না করে সে ফান্ড যেন গবেষণায় খরচ করি ৷ অপ্রয়োজনীয় খাতে খরচ না করে প্রয়োজনীয় খাতে ব্যয় করলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের হবে।
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন প্রমুখ।
শিক্ষা খাতে বিচ্যুতি, ত্রুটি রাখার কোনো সুযোগ নেই। শিক্ষা খাতের এসব বিচ্যুতি ও ত্রুটি আমাদের অবশ্যই বর্জন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি। সোমবার (২৩ আগস্ট) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত শোক দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে আপনারা সরকারের সহযোগী। আপনাদের যেখানে ইতিবাচক ভূমিকা থাকবে সরকার সেখানে ষোলো আনা সহযোগিতা করবে। কিন্তু কোথাও যদি নেতিবাচকতা থাকে তাহলে সেগুলোকে চিহ্নিত করে দূর করতে হবে। শিক্ষার ক্ষেত্রে সাময়িক কোন লোভকে জায়গা দেওয়ার সুযোগ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথচলাকে খর্ব এবং বিঘ্নিত করতে পারে এমন কোন পদক্ষেপ নিশ্চয়ই আমরা গ্রহণ করবোনা। যেখানে বিচ্যুতি আছে, ত্রুটি আছে, অন্যায় আছে অবশ্যই সেগুলোকে রোধ করা আমাদের দায়িত্ব। শিক্ষা খাতে বিচ্যুতি, ত্রুটি রাখার সুযোগ নেই এগুলোকে আমাদের বর্জন করতেই হবে। এ সময় তিনি সবাইকে আইনের মধ্যে থেকে আইন অনুসরণ করার আহ্বান জানান।
সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাদের ফান্ড আছে তাঁদের খেয়াল করতে হবে আমরা সেটা বিলাস সামগ্রী বা বিনা প্রয়োজনে ক্যাম্পাসের জমি কেনায় ব্যয় না করে সে ফান্ড যেন গবেষণায় খরচ করি ৷ অপ্রয়োজনীয় খাতে খরচ না করে প্রয়োজনীয় খাতে ব্যয় করলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের হবে।
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন প্রমুখ।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২৪ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২৪ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২৪ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২৪ দিন আগে