মিনহাজ তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রায় পুরো সময় তাঁকে ঘিরে ছিল নিয়োগ বিতর্ক, যার ব্যতিক্রম হয়নি শেষ কর্মদিবসেও। মেয়াদের শেষ দিনে তিনি অন্তত ৩০ জন কর্মচারীকে অস্থায়ী নিয়োগ দিয়েছেন। এই নিয়োগকে অবৈধ বলছেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একাধিক সদস্য।
তাঁরা বলছেন, গত মঙ্গলবার নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু তাহেরকে নিয়োগ দেওয়ার পর অধ্যাপক শিরীণ আখতার কর্মচারী নিয়োগে তৎপর হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও দপ্তরে অন্তত ৩০ জনকে দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ী নিয়োগ দিয়েছেন তিনি।
তৃতীয় শ্রেণির কর্মচারী সেলের প্রধান সৈয়দ মনোয়ার আলী আজকের পত্রিকা’কে বলেন, ২০ থেকে ২৫ জনকে দৈনিক ভিত্তিতে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। সবার নিয়োগপত্র ইস্যু করা হয়নি। তাদের কর্মস্থল হবে বিশ্ববিদ্যালয়ের সব জায়গায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের এসব অবৈধ নিয়োগ বন্ধ করতে সিন্ডিকেটের ৫৪৫তম সভায় একটি কমিটি গঠন করেছিলাম। কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বর্তমান জনবল এবং সরকার অনুমোদিত জনবল কত তা জানার পর স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যথাযথ সিলেকশন বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সিন্ডিকেটে বলা হয়েছে। ব্যক্তিগত খেয়ালখুশিমতো নিয়োগ দেশের প্রচলিত আইন ও মানবিকতা কোনোদিক থেকেই গ্রহণযোগ্য নয়। সিন্ডিকেটের সিদ্ধান্তের ওই তারিখ থেকে সব নিয়োগই অবৈধ। এগুলো বাতিলে আমরা সিন্ডিকেটে জোরালো ভূমিকা রাখব।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদকে মোবাইল ফোনে কল দিলেও তারা রিসিভ করেননি।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘বিষয়টি সত্য হয়ে থাকলে আমি যোগদান করার পর দেখব।’
আরও খবর পড়ুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রায় পুরো সময় তাঁকে ঘিরে ছিল নিয়োগ বিতর্ক, যার ব্যতিক্রম হয়নি শেষ কর্মদিবসেও। মেয়াদের শেষ দিনে তিনি অন্তত ৩০ জন কর্মচারীকে অস্থায়ী নিয়োগ দিয়েছেন। এই নিয়োগকে অবৈধ বলছেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একাধিক সদস্য।
তাঁরা বলছেন, গত মঙ্গলবার নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু তাহেরকে নিয়োগ দেওয়ার পর অধ্যাপক শিরীণ আখতার কর্মচারী নিয়োগে তৎপর হয়ে ওঠেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও দপ্তরে অন্তত ৩০ জনকে দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ী নিয়োগ দিয়েছেন তিনি।
তৃতীয় শ্রেণির কর্মচারী সেলের প্রধান সৈয়দ মনোয়ার আলী আজকের পত্রিকা’কে বলেন, ২০ থেকে ২৫ জনকে দৈনিক ভিত্তিতে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। সবার নিয়োগপত্র ইস্যু করা হয়নি। তাদের কর্মস্থল হবে বিশ্ববিদ্যালয়ের সব জায়গায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের এসব অবৈধ নিয়োগ বন্ধ করতে সিন্ডিকেটের ৫৪৫তম সভায় একটি কমিটি গঠন করেছিলাম। কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বর্তমান জনবল এবং সরকার অনুমোদিত জনবল কত তা জানার পর স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যথাযথ সিলেকশন বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সিন্ডিকেটে বলা হয়েছে। ব্যক্তিগত খেয়ালখুশিমতো নিয়োগ দেশের প্রচলিত আইন ও মানবিকতা কোনোদিক থেকেই গ্রহণযোগ্য নয়। সিন্ডিকেটের সিদ্ধান্তের ওই তারিখ থেকে সব নিয়োগই অবৈধ। এগুলো বাতিলে আমরা সিন্ডিকেটে জোরালো ভূমিকা রাখব।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদকে মোবাইল ফোনে কল দিলেও তারা রিসিভ করেননি।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘বিষয়টি সত্য হয়ে থাকলে আমি যোগদান করার পর দেখব।’
আরও খবর পড়ুন:
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৭ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৭ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৭ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৭ দিন আগে