নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৩তম বিসিএস প্রিলিমিনারি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় দুই কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এমন দাবি করেন।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ৪৪তম বিসিএস থেকে এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক শেষ করা হবে।
আজকের পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ করেছেন অনেক অভিভাবক ও পরীক্ষার্থীই। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান বলেন, দুটি কেন্দ্র পরিদর্শন করে পরিস্থিতি ভালো দেখেছি। সারা দেশ থেকে ভালো খবর পেয়েছি। তবে দু-একটি জায়গায় স্বাস্থ্যবিধি কিছুটা শিথিল মনে হলেও আমাদের দিক থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন পিএসসি চেয়ারম্যান। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, একই সময়ে একাধিক পরীক্ষা যেন না হয়, সে জন্য সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। তিনি বলেন, `আমরা শুধু পিএসসির পরীক্ষাগুলোই দেখতে পারি। অন্য পরীক্ষার সূচি নির্ধারণ আমাদের কাজ নয়।'
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে আজ ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।
৪৩তম বিসিএস প্রিলিমিনারি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় দুই কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এমন দাবি করেন।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ৪৪তম বিসিএস থেকে এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক শেষ করা হবে।
আজকের পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ করেছেন অনেক অভিভাবক ও পরীক্ষার্থীই। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান বলেন, দুটি কেন্দ্র পরিদর্শন করে পরিস্থিতি ভালো দেখেছি। সারা দেশ থেকে ভালো খবর পেয়েছি। তবে দু-একটি জায়গায় স্বাস্থ্যবিধি কিছুটা শিথিল মনে হলেও আমাদের দিক থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন পিএসসি চেয়ারম্যান। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, একই সময়ে একাধিক পরীক্ষা যেন না হয়, সে জন্য সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। তিনি বলেন, `আমরা শুধু পিএসসির পরীক্ষাগুলোই দেখতে পারি। অন্য পরীক্ষার সূচি নির্ধারণ আমাদের কাজ নয়।'
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে আজ ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫