প্রতিনিধি
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তন করে ৩০ জুন পর্যন্ত পরীক্ষা গ্রহণ চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে অনুষদের ডিনদের মৌখিক পরামর্শে সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত নির্বাহী আদেশে পূর্বঘোষিত সব পরীক্ষা ৩০ জুন পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব ঘোষিত রুটিনও অপরিবর্তিত থাকবে।
এর প্রায় চা ঘণ্টা আগে শনিবার সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে জরুরি এক ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সেই সঙ্গে যেসব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে এসেছিলেন তাঁদের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকা পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ ব্যাপারে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, সরকারঘোষিত কঠোর লকডাউনের সময় পরিবর্তন করায় আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার পর্যন্ত সব ধরনের পরীক্ষা চলবে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া আজ ঢাকার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে না।
এদিকে দ্রুত প্রশাসনের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানার পরপরই শিক্ষার্থীরা যে যার মতো বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। অনেকে বাড়ি পৌঁছার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জেনেছেন। আর দূরবর্তী শিক্ষার্থীরা জেনেছেন মাঝপথে। এদিকে করোনার কারণে দূর পাল্লার বাসও বন্ধ।
বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষা হবে না শুনেই আমি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করেছি। এখন আমি কী করবো!
একই শিক্ষাবর্ষের গোলাম রাব্বানী বলেন, পরীক্ষা স্থগিতের খবর পেয়েই আমি বাড়ির (ব্রাহ্মণবাড়িয়া) উদ্দেশে গাড়িতে উঠি। অর্ধেক যাওয়ার পর শুনি পরীক্ষা হবে। এখন আমি বাড়িতে চলে এসেছি। আবার কীভাবে পরীক্ষা দিতে যাব?
নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলামের বাড়ি সিলেটে। পরীক্ষা স্থগিতের কথা শুনে বাসে বাড়ির দিকে রওনা দেন তিনি। কিছু দূর যাওয়ার পর শোনেন পরীক্ষা ৩০ তারিখ পর্যন্ত হবে।
ক্যাম্পাসে অবস্থান করছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান ও আরবি বিভাগের মাঈন উদ্দীনসহ আরও অনেকে। তাঁরা বলছেন, শনিবার সন্ধ্যার নোটিশে ২৭ জুন থেকে পরীক্ষা হবে না দেখে অনেকে এই করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। অনেকে বাসায় পৌঁছে গেছেন। তারা এখন কীভাবে ক্যাম্পাসে ফিরবে? বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে ভাবা উচিত।
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তন করে ৩০ জুন পর্যন্ত পরীক্ষা গ্রহণ চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে অনুষদের ডিনদের মৌখিক পরামর্শে সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত নির্বাহী আদেশে পূর্বঘোষিত সব পরীক্ষা ৩০ জুন পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব ঘোষিত রুটিনও অপরিবর্তিত থাকবে।
এর প্রায় চা ঘণ্টা আগে শনিবার সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে জরুরি এক ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সেই সঙ্গে যেসব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য ক্যাম্পাসে এসেছিলেন তাঁদের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকা পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ ব্যাপারে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, সরকারঘোষিত কঠোর লকডাউনের সময় পরিবর্তন করায় আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার পর্যন্ত সব ধরনের পরীক্ষা চলবে। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া আজ ঢাকার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে না।
এদিকে দ্রুত প্রশাসনের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানার পরপরই শিক্ষার্থীরা যে যার মতো বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। অনেকে বাড়ি পৌঁছার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জেনেছেন। আর দূরবর্তী শিক্ষার্থীরা জেনেছেন মাঝপথে। এদিকে করোনার কারণে দূর পাল্লার বাসও বন্ধ।
বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষা হবে না শুনেই আমি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করেছি। এখন আমি কী করবো!
একই শিক্ষাবর্ষের গোলাম রাব্বানী বলেন, পরীক্ষা স্থগিতের খবর পেয়েই আমি বাড়ির (ব্রাহ্মণবাড়িয়া) উদ্দেশে গাড়িতে উঠি। অর্ধেক যাওয়ার পর শুনি পরীক্ষা হবে। এখন আমি বাড়িতে চলে এসেছি। আবার কীভাবে পরীক্ষা দিতে যাব?
নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলামের বাড়ি সিলেটে। পরীক্ষা স্থগিতের কথা শুনে বাসে বাড়ির দিকে রওনা দেন তিনি। কিছু দূর যাওয়ার পর শোনেন পরীক্ষা ৩০ তারিখ পর্যন্ত হবে।
ক্যাম্পাসে অবস্থান করছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান ও আরবি বিভাগের মাঈন উদ্দীনসহ আরও অনেকে। তাঁরা বলছেন, শনিবার সন্ধ্যার নোটিশে ২৭ জুন থেকে পরীক্ষা হবে না দেখে অনেকে এই করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। অনেকে বাসায় পৌঁছে গেছেন। তারা এখন কীভাবে ক্যাম্পাসে ফিরবে? বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে ভাবা উচিত।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫