ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অধীনে স্নাতকোত্তর কোর্স প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজের (পিএমজেএস) পরীক্ষায় ৪০টি আসনের বিপরীতে ২৬ জন পরীক্ষা দিলেও পাস করেছেন ২৭ জন। পরীক্ষা না দিয়েই উত্তীর্ণের তালিকায় নাম আসা ওই শিক্ষার্থীর নাম মিঠু চন্দ্র শীল। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তবে মিঠুর দাবি, তিনি নিয়ম মেনে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি হয়েছেন।
জাপানিজ স্টাডিজ বিভাগ সূত্রে জানা যায়, ওই বিভাগের প্রফেশনাল মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচের ভর্তি পরীক্ষা ছিল এটি। ২০২৩ সালের ২২ ডিসেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নেন ২৬ জন। লিখিত পরীক্ষার ফল ঘোষণার পর মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার ঘণ্টাখানেক পরেই মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ২৬ জনসহ অতিরিক্ত একজনের তালিকা প্রকাশ করা হয় এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ১৪ জানুযারি থেকে এই কোর্সের ক্লাস শুরু হয়েছে।
পরীক্ষার্থীর চেয়ে পাসের সংখ্যা বেশি কেন জানতে জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং ভর্তি কমিটির প্রধান মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠালেও সাড়া দেননি।
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে অবগত করলে উপ-উপাচার্যকে (শিক্ষা) বিষয়টি খোঁজখবর নিতে বলেছেন বলে জানান তিনি।
পরে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নিয়মতান্ত্রিকভাবে তারা (জাপানিজ স্টাডিজ) কোর্স শুরু করেছে। তবে কীভাবে ২৬ জন পরীক্ষা দিয়ে ২৭ জন পাস করল, সেটি দেখার বিষয়। বিষয়টি নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গেও আলাপ হয়েছে। আজ তো বন্ধ, আগামীকাল (রোববার) অফিস টাইমে বিভাগে খোঁজখবর নেওয়া হবে এবং নিয়ম অনুযায়ী তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অধীনে স্নাতকোত্তর কোর্স প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজের (পিএমজেএস) পরীক্ষায় ৪০টি আসনের বিপরীতে ২৬ জন পরীক্ষা দিলেও পাস করেছেন ২৭ জন। পরীক্ষা না দিয়েই উত্তীর্ণের তালিকায় নাম আসা ওই শিক্ষার্থীর নাম মিঠু চন্দ্র শীল। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তবে মিঠুর দাবি, তিনি নিয়ম মেনে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি হয়েছেন।
জাপানিজ স্টাডিজ বিভাগ সূত্রে জানা যায়, ওই বিভাগের প্রফেশনাল মাস্টার্স কোর্সের প্রথম ব্যাচের ভর্তি পরীক্ষা ছিল এটি। ২০২৩ সালের ২২ ডিসেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নেন ২৬ জন। লিখিত পরীক্ষার ফল ঘোষণার পর মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার ঘণ্টাখানেক পরেই মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ২৬ জনসহ অতিরিক্ত একজনের তালিকা প্রকাশ করা হয় এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ১৪ জানুযারি থেকে এই কোর্সের ক্লাস শুরু হয়েছে।
পরীক্ষার্থীর চেয়ে পাসের সংখ্যা বেশি কেন জানতে জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং ভর্তি কমিটির প্রধান মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠালেও সাড়া দেননি।
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে অবগত করলে উপ-উপাচার্যকে (শিক্ষা) বিষয়টি খোঁজখবর নিতে বলেছেন বলে জানান তিনি।
পরে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নিয়মতান্ত্রিকভাবে তারা (জাপানিজ স্টাডিজ) কোর্স শুরু করেছে। তবে কীভাবে ২৬ জন পরীক্ষা দিয়ে ২৭ জন পাস করল, সেটি দেখার বিষয়। বিষয়টি নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গেও আলাপ হয়েছে। আজ তো বন্ধ, আগামীকাল (রোববার) অফিস টাইমে বিভাগে খোঁজখবর নেওয়া হবে এবং নিয়ম অনুযায়ী তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫