নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কেটিং বিষয়ে ডিগ্রি না থাকায় আক্ষেপ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মার্কেটিং বিষয়ে পড়াশোনা করলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশকে আরও ভালোভাবে তুলে ধরতে পারতেন বলে মনে করেন তিনি।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এমন আক্ষেপ করেন।
দীপু মনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। আমাদের দেশের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, কিছু হলেই বলে দেশ বিক্রি করে দিয়েছি। আমাদের নিজেদের মধ্যেও এটা নিয়ে খুব হাসিঠাট্টা হতো। কথায় কথায় যে বিরোধী দল বলত দেশ বিক্রি করেছি, তো কত টাকায় বিক্রি হলো? আমার একসময় মনে হলো, আসলে এটা তো গালি না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ ছিল আসলে সারা দুনিয়ার কাছে দেশটাকে তো বিক্রিই করা! আমার দেশে কী আছে, আমার দেশ কেমন, সেটাকে সবচেয়ে ভালোভাবে বিশ্বের কাছে তুলে ধরা। তবে আমার যদি মার্কেটিং বিষয়ে একটা ডিগ্রি থাকত, তাহলে সেই কাজটি আরও ভালোভাবে করতে পারতাম।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি মাঝে মাঝে যখন বিদেশে যাই, আমাদের প্রবাসী ভাইবোনদের যাঁরা প্রচণ্ড পরিশ্রম করছেন, তাঁদের সঙ্গে আমার কথা হয়। তখন একটা কথা বলি যে, তাঁরা বিদেশে একেকজন বাংলাদেশ। তাঁদের চলনবলন, কথাবার্তা, আচার-আচরণ সবকিছু দিয়েই বিশ্ব বাংলাদেশকে চেনে। কাজেই তাঁরা কোন বাংলাদেশকে পরিচিত করাতে চান, তাঁদের ঠিক করে নিতে হবে। আমরা যারা দেশে আছি, আমাদের ক্ষেত্রেও তাই। একেকজনকে নিয়েই আমাদের এই বাংলাদেশ।’
এর আগে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দিন প্রমুখ।
মার্কেটিং বিষয়ে ডিগ্রি না থাকায় আক্ষেপ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মার্কেটিং বিষয়ে পড়াশোনা করলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশকে আরও ভালোভাবে তুলে ধরতে পারতেন বলে মনে করেন তিনি।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এমন আক্ষেপ করেন।
দীপু মনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। আমাদের দেশের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, কিছু হলেই বলে দেশ বিক্রি করে দিয়েছি। আমাদের নিজেদের মধ্যেও এটা নিয়ে খুব হাসিঠাট্টা হতো। কথায় কথায় যে বিরোধী দল বলত দেশ বিক্রি করেছি, তো কত টাকায় বিক্রি হলো? আমার একসময় মনে হলো, আসলে এটা তো গালি না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ ছিল আসলে সারা দুনিয়ার কাছে দেশটাকে তো বিক্রিই করা! আমার দেশে কী আছে, আমার দেশ কেমন, সেটাকে সবচেয়ে ভালোভাবে বিশ্বের কাছে তুলে ধরা। তবে আমার যদি মার্কেটিং বিষয়ে একটা ডিগ্রি থাকত, তাহলে সেই কাজটি আরও ভালোভাবে করতে পারতাম।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি মাঝে মাঝে যখন বিদেশে যাই, আমাদের প্রবাসী ভাইবোনদের যাঁরা প্রচণ্ড পরিশ্রম করছেন, তাঁদের সঙ্গে আমার কথা হয়। তখন একটা কথা বলি যে, তাঁরা বিদেশে একেকজন বাংলাদেশ। তাঁদের চলনবলন, কথাবার্তা, আচার-আচরণ সবকিছু দিয়েই বিশ্ব বাংলাদেশকে চেনে। কাজেই তাঁরা কোন বাংলাদেশকে পরিচিত করাতে চান, তাঁদের ঠিক করে নিতে হবে। আমরা যারা দেশে আছি, আমাদের ক্ষেত্রেও তাই। একেকজনকে নিয়েই আমাদের এই বাংলাদেশ।’
এর আগে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।
মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দিন প্রমুখ।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫