Ajker Patrika

জাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক নুরুল আলম

জাবি প্রতিনিধি
জাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক নুরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন অধ্যাপক নুরুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ড. মো. নুরুল আলম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে কাজ করে যাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সকল কাজে সহযোগিতা করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত