ঢাবি প্রতিনিধি
শিক্ষার্থীদের অর্থ, সময় ও শ্রম বাঁচাতে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেন, ‘দ্বিতীয়বারের মতো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হচ্ছে। এ ক্ষেত্রে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সহযোগিতা করছে। শিক্ষার্থীদের অর্থ, সময় ও শ্রম লাঘব করার জন্য আমরা এই পরিকল্পনা নিই। আমাদের বিভিন্ন অনুষদের ডিন সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দও আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, গত বছরের মতো এ বছরও পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।’
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, ‘এটি একটি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা জড়িত।’ সে কারণে সব মহলের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন উপাচার্য।
পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, গ ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ৭১৯।
শিক্ষার্থীদের অর্থ, সময় ও শ্রম বাঁচাতে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেন, ‘দ্বিতীয়বারের মতো বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হচ্ছে। এ ক্ষেত্রে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সহযোগিতা করছে। শিক্ষার্থীদের অর্থ, সময় ও শ্রম লাঘব করার জন্য আমরা এই পরিকল্পনা নিই। আমাদের বিভিন্ন অনুষদের ডিন সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দও আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, গত বছরের মতো এ বছরও পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।’
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, ‘এটি একটি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা জড়িত।’ সে কারণে সব মহলের সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন উপাচার্য।
পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, গ ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ৭১৯।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫