মো. আব্দুল মোত্তালেব
বিক্রিয়ার সঠিক সমীকরণ মনে রাখতে হবে। রসায়ন বিষয়ে যতই পড়িবে ততই ভুলিবে, যতই লিখিবে ততই শিখিবে। তাই রসায়নে বেশি বেশি লিখে পড়তে হয়। রসায়নের যেকোনো বিষয় আলোচনায় বিক্রিয়া লিখতে হয়, বিক্রিয়া লিখতে প্রতীক সংকেত সমীকরণ লিখতে হয়। সমীকরণের মাধ্যমে অঙ্ক করতে হয়। তাই সমীকরণটি সঠিক করা বেশি প্রয়োজন। রসায়নের ক্ষেত্রে পরীক্ষার আগের দিন পর্যন্ত সমীকরণ দেখে ভাষাগুলো মনে রাখা সহজ হয়। পরীক্ষার আগের দিন পর্যন্ত লেখার অভ্যাস রাখতে হবে।
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
১. পারমাণবিক বর্ণালি কী?
২. অরবিট কী? শক্তিস্তর কী?
৩. ঘনীভবন পলিমাব বিক্রিয়া কি?
৪. সমগোত্রীয় শ্রেণি কী?
৫. নিউক্লিয়ন সংখ্যা কী?
৬. ফরমালিন কী?
৭. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
৮. ধাতব বন্ধন কাকে বলে?
৯. LPG-এর পূর্ণরূপ কী?
১০. গলনাংক কাকে বলে?
১১. পর্যায় সারণির অষ্টক তত্ত্বটি লেখো।
১২. মুদ্রা ধাতু কাকে বলে?
১৩. আইসোটোপ কাকে বলে?
১৪. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
১৫. অষ্টক নিয়ম কী?
১৬. ক্যাটায়ন কাকে বলে?
১৭. পরিবর্তনশীল যোজনী কাকে বলে?
১৮. ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১৯. CO2-অণুর আকৃতি কিরূপ?
২০. টলেন বিকারক কী?
২১. সুপ্ত যোজনী কাকে বলে?
২২. দই-এর নিয়ম কী?
২৩. অ্যানায়ন কাকে বলে?
২৪. গাঠনিক সংকেত কাকে বলে?
২৫. অ্যারোমেটিক যৌগ কাকে বলে?
২৬. প্যারাফিন কী?
২৭. অ্যালকাইল গ্রুপ কী?
২৮. PVC কী?
অনুধাবনমূলক প্রশ্ন
১. পরমাণুতে কখন বর্ণালি সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
২. পরমাণুর সম্পূর্ণভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে কেন?
৩. আণবিক সংকেত জানার জন্য স্থূল সংকেত প্রয়োজন–ব্যাখ্যা করো।
৪. পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়?
৫. একই মৌলের ভিন্নভর সংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া সম্ভব–ব্যাখ্যা করো।
৬. আয়নিকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে ২টি পার্থক্য লেখো।
৭. পর্যায় বৃত্ত ধর্ম বলতে কী বোঝ।
৮. পর্যায় সারনিতে একটি মৌম একটি মাত্র স্থান দখল করে কেন?
৯. ফসফরাস মৌলের পর্যায় সারনিতে অবস্থান ব্যাখ্যা করো।
১০. ইথানল হাইড্রোকার্বন নয় কেন?
১১. কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না লেখ।
১২. পটাসিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন?
১৩. হ্যালোজেন বলতে কি বোঝ? ব্যাখ্যা করো।
১৪. C3H7-একটি অ্যালকাইল মূলক-ব্যাখা করো।
১৬. CO2-গ্যাসের ২টি রাসায়নিক ধর্ম লেখ।
১৮. কার্বনিক এসিডকে দূর্বল এসিড বলা হয় কেন?
মো. আব্দুল মোত্তালেব
সহকারী অধ্যাপক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ঢাকা।
বিক্রিয়ার সঠিক সমীকরণ মনে রাখতে হবে। রসায়ন বিষয়ে যতই পড়িবে ততই ভুলিবে, যতই লিখিবে ততই শিখিবে। তাই রসায়নে বেশি বেশি লিখে পড়তে হয়। রসায়নের যেকোনো বিষয় আলোচনায় বিক্রিয়া লিখতে হয়, বিক্রিয়া লিখতে প্রতীক সংকেত সমীকরণ লিখতে হয়। সমীকরণের মাধ্যমে অঙ্ক করতে হয়। তাই সমীকরণটি সঠিক করা বেশি প্রয়োজন। রসায়নের ক্ষেত্রে পরীক্ষার আগের দিন পর্যন্ত সমীকরণ দেখে ভাষাগুলো মনে রাখা সহজ হয়। পরীক্ষার আগের দিন পর্যন্ত লেখার অভ্যাস রাখতে হবে।
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
১. পারমাণবিক বর্ণালি কী?
২. অরবিট কী? শক্তিস্তর কী?
৩. ঘনীভবন পলিমাব বিক্রিয়া কি?
৪. সমগোত্রীয় শ্রেণি কী?
৫. নিউক্লিয়ন সংখ্যা কী?
৬. ফরমালিন কী?
৭. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
৮. ধাতব বন্ধন কাকে বলে?
৯. LPG-এর পূর্ণরূপ কী?
১০. গলনাংক কাকে বলে?
১১. পর্যায় সারণির অষ্টক তত্ত্বটি লেখো।
১২. মুদ্রা ধাতু কাকে বলে?
১৩. আইসোটোপ কাকে বলে?
১৪. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
১৫. অষ্টক নিয়ম কী?
১৬. ক্যাটায়ন কাকে বলে?
১৭. পরিবর্তনশীল যোজনী কাকে বলে?
১৮. ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১৯. CO2-অণুর আকৃতি কিরূপ?
২০. টলেন বিকারক কী?
২১. সুপ্ত যোজনী কাকে বলে?
২২. দই-এর নিয়ম কী?
২৩. অ্যানায়ন কাকে বলে?
২৪. গাঠনিক সংকেত কাকে বলে?
২৫. অ্যারোমেটিক যৌগ কাকে বলে?
২৬. প্যারাফিন কী?
২৭. অ্যালকাইল গ্রুপ কী?
২৮. PVC কী?
অনুধাবনমূলক প্রশ্ন
১. পরমাণুতে কখন বর্ণালি সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
২. পরমাণুর সম্পূর্ণভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে কেন?
৩. আণবিক সংকেত জানার জন্য স্থূল সংকেত প্রয়োজন–ব্যাখ্যা করো।
৪. পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়?
৫. একই মৌলের ভিন্নভর সংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া সম্ভব–ব্যাখ্যা করো।
৬. আয়নিকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে ২টি পার্থক্য লেখো।
৭. পর্যায় বৃত্ত ধর্ম বলতে কী বোঝ।
৮. পর্যায় সারনিতে একটি মৌম একটি মাত্র স্থান দখল করে কেন?
৯. ফসফরাস মৌলের পর্যায় সারনিতে অবস্থান ব্যাখ্যা করো।
১০. ইথানল হাইড্রোকার্বন নয় কেন?
১১. কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না লেখ।
১২. পটাসিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন?
১৩. হ্যালোজেন বলতে কি বোঝ? ব্যাখ্যা করো।
১৪. C3H7-একটি অ্যালকাইল মূলক-ব্যাখা করো।
১৬. CO2-গ্যাসের ২টি রাসায়নিক ধর্ম লেখ।
১৮. কার্বনিক এসিডকে দূর্বল এসিড বলা হয় কেন?
মো. আব্দুল মোত্তালেব
সহকারী অধ্যাপক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ঢাকা।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫