নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন-এ লক্ষ্যকে সামনে রেখে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, তুরস্ক, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকেরা অংশ নিয়েছেন।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে বিজনেস, ল এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘গ্রিন ইউনিভার্সিটি সব সময় গবেষণা ও সৃজনশীলতায় গুরুত্ব দিয়ে আসছে। আইটিডি সম্মেলন এই ক্ষেত্রে নিঃসন্দেহে আরও অবদান রাখবে।’
উপাচার্য আরও বলেন, ‘জাতি হিসেবে আমরা যদি উন্নতি করতে চাই, তবে অবশ্যই আমাদের পরিবর্তন নিয়ে কাজ করতে হবে। বুদ্ধিবৃত্তিক পরিবর্তন ছাড়া জাতির ভাগ্য বদলাবে না।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, আইটিডি সম্মেলনের মাধ্যমে মানসম্মত শিক্ষা ও গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে গ্রিন ইউনিভার্সিটি। এ সময় মানসম্মত শিক্ষায় গ্রিন ইউনিভার্সিটির এগিয়ে যাওয়া ও আইটিডি সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘যেকোনো উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তনের প্রধান শর্ত হলো সমন্বিত প্রচেষ্টা। তিন অনুষদের ৫টি বিভাগের উদ্যোগে আয়োজিত আইটিডি সম্মেলনে এ বিষয়টি বজায় রাখা হয়েছে। এখানে অর্থনীতির পাশাপাশি সমাজ, রাষ্ট্র এমনকি নানা বিষয়ে প্রবন্ধ তুলে ধরা হয়েছে; যা জাতীয় ক্ষেত্রেও অবদান রাখবে বলে আশা করি।’
এর আগে সম্মেলনে জন্য গ্রিন বিজনেস স্কুল, ল, ইংরেজি, সমাজবিজ্ঞান ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের অধীনে মোট ১৫৭টি প্রবন্ধ জমা পড়ে। সম্মেলনে মোট ৩৫টি সেশন ও ৭টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফাত রেজা, ভারতের অ্যাডামাস ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক উজ্জ্বল অনু চৌধুরী, যুক্তরাষ্ট্রে বইস স্টেট ইউনিভার্সিটির বইস স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জেসন বি ম্যাকডোনাল্ড, অধ্যাপক মার্গারেট এ গোরলাস্কি, অস্ট্রেলিয়ার কার্টেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডোরা মেরিনোভা, যুক্তরাষ্ট্রের রহিম কাজী, কানাডার ইলানা ডডি লুথার এবং যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আজফার হোসেন প্রমুখ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন—বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, সম্মেলনের জেনারেল চেয়ার ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ারসহ আরও অনেকে।
উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন-এ লক্ষ্যকে সামনে রেখে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, তুরস্ক, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকেরা অংশ নিয়েছেন।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে বিজনেস, ল এবং আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘গ্রিন ইউনিভার্সিটি সব সময় গবেষণা ও সৃজনশীলতায় গুরুত্ব দিয়ে আসছে। আইটিডি সম্মেলন এই ক্ষেত্রে নিঃসন্দেহে আরও অবদান রাখবে।’
উপাচার্য আরও বলেন, ‘জাতি হিসেবে আমরা যদি উন্নতি করতে চাই, তবে অবশ্যই আমাদের পরিবর্তন নিয়ে কাজ করতে হবে। বুদ্ধিবৃত্তিক পরিবর্তন ছাড়া জাতির ভাগ্য বদলাবে না।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, আইটিডি সম্মেলনের মাধ্যমে মানসম্মত শিক্ষা ও গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে গ্রিন ইউনিভার্সিটি। এ সময় মানসম্মত শিক্ষায় গ্রিন ইউনিভার্সিটির এগিয়ে যাওয়া ও আইটিডি সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, ‘যেকোনো উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তনের প্রধান শর্ত হলো সমন্বিত প্রচেষ্টা। তিন অনুষদের ৫টি বিভাগের উদ্যোগে আয়োজিত আইটিডি সম্মেলনে এ বিষয়টি বজায় রাখা হয়েছে। এখানে অর্থনীতির পাশাপাশি সমাজ, রাষ্ট্র এমনকি নানা বিষয়ে প্রবন্ধ তুলে ধরা হয়েছে; যা জাতীয় ক্ষেত্রেও অবদান রাখবে বলে আশা করি।’
এর আগে সম্মেলনে জন্য গ্রিন বিজনেস স্কুল, ল, ইংরেজি, সমাজবিজ্ঞান ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের অধীনে মোট ১৫৭টি প্রবন্ধ জমা পড়ে। সম্মেলনে মোট ৩৫টি সেশন ও ৭টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফাত রেজা, ভারতের অ্যাডামাস ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক উজ্জ্বল অনু চৌধুরী, যুক্তরাষ্ট্রে বইস স্টেট ইউনিভার্সিটির বইস স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জেসন বি ম্যাকডোনাল্ড, অধ্যাপক মার্গারেট এ গোরলাস্কি, অস্ট্রেলিয়ার কার্টেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডোরা মেরিনোভা, যুক্তরাষ্ট্রের রহিম কাজী, কানাডার ইলানা ডডি লুথার এবং যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আজফার হোসেন প্রমুখ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন—বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, সম্মেলনের জেনারেল চেয়ার ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ারসহ আরও অনেকে।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫