জবি প্রতিনিধি
করোনার প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুয়ার। সশরীরে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর মধ্য দিয়ে দীর্ঘ ৫৬৮ দিন পর ক্যাম্পাসে ফিরবেন শিক্ষার্থীরা।
দীর্ঘ বিরতির পর ক্যাম্পাসে ফেরায় স্বস্তি থাকলেও নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের। দেশের এ অনাবাসিক বিশ্ববিদ্যালয়টির প্রকট আবাসন সংকট রয়েছে। পরীক্ষা দিতে এসে মেস খুঁজতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক দিন যাবৎ বাড়িতে ছিলাম। এখন ঢাকায় এসে গত দুই সপ্তাহ যাবৎ মেস খুঁজছি। কিন্তু কিছুতেই মেলাতে পারছি না। তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আমি আনন্দিত। কারণ, সেশনজট থেকে বাঁচতে এর বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সিটের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। তবে কবে নাগাদ ছাত্রীদের হলে ওঠানো হবে তা নিয়ে রয়েছে সংশয়।
ছাত্রীদের হলের সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট শামীমা বেগম বলেন, হলের কাজ প্রায় সম্পূর্ণ শেষ। ১৫ তারিখ পর্যন্ত আমাদের অনলাইনে আবেদন চলবে। এরপর আমাদের ভিসি স্যার বিদেশ থেকে আসলে কিছু ফরমালিটি আছে সেগুলো শেষ করব। তারপর নিয়ম অনুযায়ী যারা সিলেক্ট হবে তাঁদের কাগজপত্র আমরা সশরীরে জমা নেব। তবে কবে থেকে ছাত্রীরা হলে উঠতে পারবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, করোনার ভেতরে আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে এটা অনেক বড় ব্যাপার। কাল থেকে আমাদের পরীক্ষা শুরু মানে বিশ্ববিদ্যালয় খোলা। আর সেশনজট নিয়ে আমাদের আপাতত পরিকল্পনা নেই। আগে পরীক্ষা হোক তারপর আমরা সেশনজট কীভাবে কমানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে ২০২০ সালের ১৭ মার্চ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে।
করোনার প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুয়ার। সশরীরে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর মধ্য দিয়ে দীর্ঘ ৫৬৮ দিন পর ক্যাম্পাসে ফিরবেন শিক্ষার্থীরা।
দীর্ঘ বিরতির পর ক্যাম্পাসে ফেরায় স্বস্তি থাকলেও নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের। দেশের এ অনাবাসিক বিশ্ববিদ্যালয়টির প্রকট আবাসন সংকট রয়েছে। পরীক্ষা দিতে এসে মেস খুঁজতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক দিন যাবৎ বাড়িতে ছিলাম। এখন ঢাকায় এসে গত দুই সপ্তাহ যাবৎ মেস খুঁজছি। কিন্তু কিছুতেই মেলাতে পারছি না। তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আমি আনন্দিত। কারণ, সেশনজট থেকে বাঁচতে এর বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সিটের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। তবে কবে নাগাদ ছাত্রীদের হলে ওঠানো হবে তা নিয়ে রয়েছে সংশয়।
ছাত্রীদের হলের সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট শামীমা বেগম বলেন, হলের কাজ প্রায় সম্পূর্ণ শেষ। ১৫ তারিখ পর্যন্ত আমাদের অনলাইনে আবেদন চলবে। এরপর আমাদের ভিসি স্যার বিদেশ থেকে আসলে কিছু ফরমালিটি আছে সেগুলো শেষ করব। তারপর নিয়ম অনুযায়ী যারা সিলেক্ট হবে তাঁদের কাগজপত্র আমরা সশরীরে জমা নেব। তবে কবে থেকে ছাত্রীরা হলে উঠতে পারবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, করোনার ভেতরে আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে এটা অনেক বড় ব্যাপার। কাল থেকে আমাদের পরীক্ষা শুরু মানে বিশ্ববিদ্যালয় খোলা। আর সেশনজট নিয়ে আমাদের আপাতত পরিকল্পনা নেই। আগে পরীক্ষা হোক তারপর আমরা সেশনজট কীভাবে কমানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে ২০২০ সালের ১৭ মার্চ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫