রবিউল আলম
ঢাকা: করোনা মহামারির কারণে গত বছর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হয়নি। করোনার প্রকোপ বৃদ্ধির কারণে এবারও ভর্তি পরীক্ষা হবে কবে হবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে প্রথম বর্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের।
শিক্ষাবিদরা বলছেন, গত এপ্রিল থেকে করোনার প্রকোপ বৃদ্ধির কারণে এ বছর এখনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি। এরই মধ্যে শেষ হয়ে গেছে শিক্ষাবর্ষের অর্ধেক সময়। চলতি বছর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে, তারাও নির্ধারিত সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা, তা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, করোনা পরিস্থিতির কারণে গত বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরাই এখনো ভর্তি হতে পারেননি।
সর্বশেষ গতকাল মঙ্গলবার সরকার শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
করোনার কারণে গত বছর এসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড় করে তাদের এইচএসসির ফল দেওয়া হয়।
সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর থেকে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে গত বছর ভর্তি পরীক্ষা হয়নি। চলতি বছরের জুনে এসেও তাদের ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। অন্যান্য বছরে জানুয়ারির প্রথম দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়ে থাকে।
২০২০–২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেও করোনার কারণে বারবার তারিখ পিছিয়েছে। ভর্তি পরীক্ষা নেওয়ার সর্বশেষ নতুন করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তারিখ নির্ধারণ করেছে। ৩৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ৫০ হাজারের বেশি আসনে ভর্তি লড়াই হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষা কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আর এখনই সিদ্ধান্ত নিয়ে লাভ নেই। বারবার পরীক্ষার তারিখ ঘোষণা করে পরিবর্তন করলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ১৪ আগস্ট সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানানো হয়েছে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ কোর্সের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) থেকে জানানো হয়, প্রাক-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষার তারিখ প্রাক-নির্বাচনী পরীক্ষার ১০ দিন আগে জানানো হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এখনো চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। গত ২০ জুন থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিট, ২৪ ও ২৫ আগস্ট ‘এ’ ইউনিট এবং ২৬ আগস্ট ‘সি’ ইউনিট এবং ২৭ আগস্ট সকালে ‘বি১’ ও দুপুরে ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ১৬ আগস্ট, ‘এ’ ইউনিটের ১৭ আগস্ট ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা
২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গত ২৫ জুন রাতে শেষ হয়েছে। পরিস্থিতি দেখে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
৭ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে।
৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চুয়েট, কুয়েট ও রুয়েটের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন এবং ২০১৯ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ৮৮ হাজার ১৭২ শিক্ষার্থী পাস করেন। যাদের বেশির ভাগই এবারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অপেক্ষায় আছেন।
ঢাকা: করোনা মহামারির কারণে গত বছর সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হয়নি। করোনার প্রকোপ বৃদ্ধির কারণে এবারও ভর্তি পরীক্ষা হবে কবে হবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে প্রথম বর্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের।
শিক্ষাবিদরা বলছেন, গত এপ্রিল থেকে করোনার প্রকোপ বৃদ্ধির কারণে এ বছর এখনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি। এরই মধ্যে শেষ হয়ে গেছে শিক্ষাবর্ষের অর্ধেক সময়। চলতি বছর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে, তারাও নির্ধারিত সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে কিনা, তা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, করোনা পরিস্থিতির কারণে গত বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরাই এখনো ভর্তি হতে পারেননি।
সর্বশেষ গতকাল মঙ্গলবার সরকার শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
করোনার কারণে গত বছর এসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড় করে তাদের এইচএসসির ফল দেওয়া হয়।
সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর থেকে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে গত বছর ভর্তি পরীক্ষা হয়নি। চলতি বছরের জুনে এসেও তাদের ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। অন্যান্য বছরে জানুয়ারির প্রথম দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়ে থাকে।
২০২০–২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেও করোনার কারণে বারবার তারিখ পিছিয়েছে। ভর্তি পরীক্ষা নেওয়ার সর্বশেষ নতুন করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তারিখ নির্ধারণ করেছে। ৩৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ৫০ হাজারের বেশি আসনে ভর্তি লড়াই হবে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষা কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আর এখনই সিদ্ধান্ত নিয়ে লাভ নেই। বারবার পরীক্ষার তারিখ ঘোষণা করে পরিবর্তন করলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট এবং ১৪ আগস্ট সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানানো হয়েছে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ কোর্সের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) থেকে জানানো হয়, প্রাক-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষার তারিখ প্রাক-নির্বাচনী পরীক্ষার ১০ দিন আগে জানানো হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এখনো চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। গত ২০ জুন থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিট, ২৪ ও ২৫ আগস্ট ‘এ’ ইউনিট এবং ২৬ আগস্ট ‘সি’ ইউনিট এবং ২৭ আগস্ট সকালে ‘বি১’ ও দুপুরে ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ১৬ আগস্ট, ‘এ’ ইউনিটের ১৭ আগস্ট ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা
২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গত ২৫ জুন রাতে শেষ হয়েছে। পরিস্থিতি দেখে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
৭ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে।
৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চুয়েট, কুয়েট ও রুয়েটের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন এবং ২০১৯ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ৮৮ হাজার ১৭২ শিক্ষার্থী পাস করেন। যাদের বেশির ভাগই এবারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অপেক্ষায় আছেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫