প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ৪টি বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট সবাই খুশি। কিন্তু অন্য বিভাগীয় শহরের শিক্ষার্থীরা হতাশ।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর এ চারটি বিভাগীয় শহরের শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আজ শুক্রবার থেকে দুই দিনে এসব শহরের শিক্ষার্থীদের তাঁদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে। কিন্তু এতে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।
ওই পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা বলেন, প্রতিটি বিভাগীয় শহরের শিক্ষার্থীদের জন্য বাস দেওয়ার দাবি ছিল আমাদের। দীর্ঘদিন যাবৎ করোনা এবং লকডাউনে আমরা মেসে এক ভয়ার্ত দিনযাপন করছি। আশায় ছিলাম কর্তৃপক্ষ আমাদের নিজ শহরে নিরাপদে পৌঁছে দেবে। কিন্তু প্রশাসন চারটি রুটে বাস দিয়ে বাকি চারটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরে বাস দেয়নি। আমাদের এ পাঁচটি বিভাগীয় শহরে যেতে হবে অন্যান্য বাস ব্যবহার করে। ফলে অনেক হয়রানির শিকার হতে হবে।
বরিশাল বিভাগ থেকে পরীক্ষা দিতে আসা অনিল মো. মোমিন বলেন, আটকে পড়া শিক্ষার্থীদের একটা অংশ বরিশাল বিভাগ থেকে এসেছে। অথচ বরিশালের জন্য বাসের সুবিধা রাখা হয়নি। খুলনা ও ঢাকা বিভাগের জন্য বরাদ্দ গাড়িতে বরিশালের শিক্ষার্থীদের পাঠানো হচ্ছে। ফলে স্বল্প দূরত্ব অতিক্রম করা গেলেও ভোগান্তি রয়েই যায়।
চট্টগ্রাম বিভাগ থেকে পরীক্ষা দিতে আসা মাহদি ইসলাম বলেন, প্রশাসন চাইলে আস্তে আস্তে সব বিভাগীয় শহরে বাস দিয়ে আমাদের যাত্রা নিরাপদ করতে পারত। আমরা এত দিন প্রশাসনের আশায় ছিলাম। এখন আমরা পড়েছি বিপাকে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সব বিভাগে পৌঁছে দিচ্ছে। আমরা চাই আটকে পড়া শিক্ষার্থীদের জন্য নিজ বিভাগীয় শহর পর্যন্ত বাস সার্ভিস দেওয়া হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের সব রুটে বাস দেওয়ার সক্ষমতা নেই। তাই আমরা রুট প্ল্যানটা এভাবে সাজিয়েছি, যাতে সবাই নিজ বিভাগীয় শহরে পৌঁছে যেতে পারে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ৪টি বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট সবাই খুশি। কিন্তু অন্য বিভাগীয় শহরের শিক্ষার্থীরা হতাশ।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর এ চারটি বিভাগীয় শহরের শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আজ শুক্রবার থেকে দুই দিনে এসব শহরের শিক্ষার্থীদের তাঁদের গন্তব্যে নিয়ে যাওয়া হবে। কিন্তু এতে বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।
ওই পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা বলেন, প্রতিটি বিভাগীয় শহরের শিক্ষার্থীদের জন্য বাস দেওয়ার দাবি ছিল আমাদের। দীর্ঘদিন যাবৎ করোনা এবং লকডাউনে আমরা মেসে এক ভয়ার্ত দিনযাপন করছি। আশায় ছিলাম কর্তৃপক্ষ আমাদের নিজ শহরে নিরাপদে পৌঁছে দেবে। কিন্তু প্রশাসন চারটি রুটে বাস দিয়ে বাকি চারটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরে বাস দেয়নি। আমাদের এ পাঁচটি বিভাগীয় শহরে যেতে হবে অন্যান্য বাস ব্যবহার করে। ফলে অনেক হয়রানির শিকার হতে হবে।
বরিশাল বিভাগ থেকে পরীক্ষা দিতে আসা অনিল মো. মোমিন বলেন, আটকে পড়া শিক্ষার্থীদের একটা অংশ বরিশাল বিভাগ থেকে এসেছে। অথচ বরিশালের জন্য বাসের সুবিধা রাখা হয়নি। খুলনা ও ঢাকা বিভাগের জন্য বরাদ্দ গাড়িতে বরিশালের শিক্ষার্থীদের পাঠানো হচ্ছে। ফলে স্বল্প দূরত্ব অতিক্রম করা গেলেও ভোগান্তি রয়েই যায়।
চট্টগ্রাম বিভাগ থেকে পরীক্ষা দিতে আসা মাহদি ইসলাম বলেন, প্রশাসন চাইলে আস্তে আস্তে সব বিভাগীয় শহরে বাস দিয়ে আমাদের যাত্রা নিরাপদ করতে পারত। আমরা এত দিন প্রশাসনের আশায় ছিলাম। এখন আমরা পড়েছি বিপাকে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের সব বিভাগে পৌঁছে দিচ্ছে। আমরা চাই আটকে পড়া শিক্ষার্থীদের জন্য নিজ বিভাগীয় শহর পর্যন্ত বাস সার্ভিস দেওয়া হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের সব রুটে বাস দেওয়ার সক্ষমতা নেই। তাই আমরা রুট প্ল্যানটা এভাবে সাজিয়েছি, যাতে সবাই নিজ বিভাগীয় শহরে পৌঁছে যেতে পারে।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫