নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের একটি কোর্সের পরীক্ষায় নম্বরে অসংগতির অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কোর্স শিক্ষক অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত ৭ জুন দুই শিক্ষার্থীর পক্ষে সিনিয়র আইনজীবী শামসুদ্দিন বাবুল হাইকোর্টে এ নিয়ে রিট করেন। গতকাল সোমবার দুপুরে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ নির্দেশ দেন।
একই সঙ্গে দুই মাসের মধ্যে তদন্তের কাজ নিষ্পত্তি করা এবং প্রভিশনাল (সাময়িক) /মূল সার্টিফিকেট প্রদান স্থগিত রাখতে বলেছেন হাইকোর্ট।
রিটকারী আইনজীবী শামসুদ্দিন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিভাগের সিআরএম—৪১১ নং কোর্সের (লোকাল অ্যান্ড গ্লোবাল টেররিজম) মিডটার্ম পরীক্ষায় নম্বরে অসংগতি, ফাইনাল পরীক্ষার আগে সেশনাল নম্বর না দেওয়ার বিষয়ে একটি রিট করা হলে কোর্স শিক্ষক অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের কাজ দুই মাসের ভেতর নিষ্পত্তি করতে এবং সাময়িক/মূল সার্টিফিকেট স্থগিত রাখতে বলা হয়েছে। পুনঃ ফলাফল প্রকাশ করা হলে নতুনভাবে সার্টিফিকেট কার্যক্রম শুরু করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়কে।’
ভুক্তভোগী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২১ ডিসেম্বর ৭ম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়। ওই ফলাফলে আমি ও আমার কয়েকজন বন্ধু দেখতে পাই যে, অন্য তিনটি কোর্সে অনেক ভালো ফলাফল করলেও এই একটি কোর্সে আমাদের ফলাফল ভালো হয়নি। অথচ এই কোর্সটিতেই আমাদের পরীক্ষা সবচেয়ে ভালো হয়। অতঃপর ২৬ ডিসেম্বর ২০২২-এ এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদন করা হলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বরং আমাদের জবাবদিহি করানোর জন্য ও বহিষ্কারের হুমকি দেওয়ার জন্য একটি “যাচাই বাছাই কমিটি” তৈরি করা হয়। কিন্তু কোনো ধরনের ব্যবস্থার সুপারিশ করা হয়নি। গত ২৪ মে আমাদের ৮ম সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়। তাই আমরা এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ২৫ মে আবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করি। অবশেষে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে রুল জারি করেছেন।’
এ ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) নেতৃত্বে গঠিত “নিরপেক্ষ তদন্ত কমিটির” মাধ্যমে কোর্স শিক্ষকের বিরুদ্ধে গাফিলতি প্রমাণ হওয়া সাপেক্ষে জিয়া রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং কোর্সটির মিডটার্মে হওয়া অসংগতি ও গাফিলতি আমলে নিয়ে এই মিডটার্মে জিয়া রহমানের মূল্যায়ন বাতিল ঘোষণা করে মোট সেশনালের অবশিষ্ট ৩০ নম্বরে আবেদনকারী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে ১ দশমিক ৬৬৭ দিয়ে গুণ করে মোট সেশনালের নম্বর সমন্বয় করার কথা আবেদনে উল্লেখ করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় কাজ পরিচালনা করবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের একটি কোর্সের পরীক্ষায় নম্বরে অসংগতির অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কোর্স শিক্ষক অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত ৭ জুন দুই শিক্ষার্থীর পক্ষে সিনিয়র আইনজীবী শামসুদ্দিন বাবুল হাইকোর্টে এ নিয়ে রিট করেন। গতকাল সোমবার দুপুরে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ নির্দেশ দেন।
একই সঙ্গে দুই মাসের মধ্যে তদন্তের কাজ নিষ্পত্তি করা এবং প্রভিশনাল (সাময়িক) /মূল সার্টিফিকেট প্রদান স্থগিত রাখতে বলেছেন হাইকোর্ট।
রিটকারী আইনজীবী শামসুদ্দিন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিভাগের সিআরএম—৪১১ নং কোর্সের (লোকাল অ্যান্ড গ্লোবাল টেররিজম) মিডটার্ম পরীক্ষায় নম্বরে অসংগতি, ফাইনাল পরীক্ষার আগে সেশনাল নম্বর না দেওয়ার বিষয়ে একটি রিট করা হলে কোর্স শিক্ষক অধ্যাপক জিয়া রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের কাজ দুই মাসের ভেতর নিষ্পত্তি করতে এবং সাময়িক/মূল সার্টিফিকেট স্থগিত রাখতে বলা হয়েছে। পুনঃ ফলাফল প্রকাশ করা হলে নতুনভাবে সার্টিফিকেট কার্যক্রম শুরু করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়কে।’
ভুক্তভোগী এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২১ ডিসেম্বর ৭ম সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়। ওই ফলাফলে আমি ও আমার কয়েকজন বন্ধু দেখতে পাই যে, অন্য তিনটি কোর্সে অনেক ভালো ফলাফল করলেও এই একটি কোর্সে আমাদের ফলাফল ভালো হয়নি। অথচ এই কোর্সটিতেই আমাদের পরীক্ষা সবচেয়ে ভালো হয়। অতঃপর ২৬ ডিসেম্বর ২০২২-এ এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদন করা হলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বরং আমাদের জবাবদিহি করানোর জন্য ও বহিষ্কারের হুমকি দেওয়ার জন্য একটি “যাচাই বাছাই কমিটি” তৈরি করা হয়। কিন্তু কোনো ধরনের ব্যবস্থার সুপারিশ করা হয়নি। গত ২৪ মে আমাদের ৮ম সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়। তাই আমরা এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ২৫ মে আবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করি। অবশেষে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে রুল জারি করেছেন।’
এ ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) নেতৃত্বে গঠিত “নিরপেক্ষ তদন্ত কমিটির” মাধ্যমে কোর্স শিক্ষকের বিরুদ্ধে গাফিলতি প্রমাণ হওয়া সাপেক্ষে জিয়া রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং কোর্সটির মিডটার্মে হওয়া অসংগতি ও গাফিলতি আমলে নিয়ে এই মিডটার্মে জিয়া রহমানের মূল্যায়ন বাতিল ঘোষণা করে মোট সেশনালের অবশিষ্ট ৩০ নম্বরে আবেদনকারী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে ১ দশমিক ৬৬৭ দিয়ে গুণ করে মোট সেশনালের নম্বর সমন্বয় করার কথা আবেদনে উল্লেখ করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় কাজ পরিচালনা করবে।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫