নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার কারণে দীর্ঘ ১৭ মাস ধরে বন্ধ থাকায় নাকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আগামী সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। তবে সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।’
বুধবার শিক্ষামন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
এর আগে গত শুক্রবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'ইরাব' এর আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, সরকারি সকল শিক্ষকদের টিকা সম্পূর্ণ হয়েছে। মোট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে ২০ হাজার ২২৪। মোট শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ২২২ জন। এর মধ্যে মোট টিকা নিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৪২৬ জন। বাকি আছেন ৮৪ হাজার ৮৮৮ জন। আশা করা হচ্ছে আগামী তিন থেকে চার বা পাঁচ দিনের মধ্যে তাদের টিকাদান সম্পূর্ণ হবে।
টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৬১ জন। তার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭৯ হাজার ৯১৪ জন শিক্ষার্থী এবং ২য় ডোজ নিয়েছেন ৬ হাজার ৭২ জন শিক্ষার্থী। শিক্ষকবৃন্দের প্রায় ৩৪ হাজারের ওপরে টিকার জন্য নিবন্ধন করেছেন এবং ৩০ হাজারের ওপরে টিকা নিয়েছেন।
তবে শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে, যেহেতু এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর ও ডিসেম্বরে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেহেতু আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য স্কুল-কলেজ নিয়মিত পরিষ্কার করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। দীর্ঘ বন্ধের পর আগামী সেপ্টেম্বরেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিয়ে সরকার কাজ করছে।
গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে ২২ দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়। সর্বশেষ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান সাধারণ ছুটি বাড়ানো হয়।
করোনার কারণে দীর্ঘ ১৭ মাস ধরে বন্ধ থাকায় নাকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আগামী সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। তবে সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।’
বুধবার শিক্ষামন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
এর আগে গত শুক্রবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'ইরাব' এর আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনায় শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, সরকারি সকল শিক্ষকদের টিকা সম্পূর্ণ হয়েছে। মোট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে ২০ হাজার ২২৪। মোট শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ২২২ জন। এর মধ্যে মোট টিকা নিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৪২৬ জন। বাকি আছেন ৮৪ হাজার ৮৮৮ জন। আশা করা হচ্ছে আগামী তিন থেকে চার বা পাঁচ দিনের মধ্যে তাদের টিকাদান সম্পূর্ণ হবে।
টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৬১ জন। তার মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭৯ হাজার ৯১৪ জন শিক্ষার্থী এবং ২য় ডোজ নিয়েছেন ৬ হাজার ৭২ জন শিক্ষার্থী। শিক্ষকবৃন্দের প্রায় ৩৪ হাজারের ওপরে টিকার জন্য নিবন্ধন করেছেন এবং ৩০ হাজারের ওপরে টিকা নিয়েছেন।
তবে শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে, যেহেতু এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী নভেম্বর ও ডিসেম্বরে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সেহেতু আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য স্কুল-কলেজ নিয়মিত পরিষ্কার করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। দীর্ঘ বন্ধের পর আগামী সেপ্টেম্বরেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিয়ে সরকার কাজ করছে।
গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। এ পর্যন্ত গত ১৭ মাসে ২২ দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়। সর্বশেষ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান সাধারণ ছুটি বাড়ানো হয়।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫