পল্লব আহমেদ সিয়াম, ইবি
দীর্ঘ আট মাসেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল অনার্স (সম্মান) পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চার বছরের নির্ধারিত অনার্স (সম্মান) কোর্সের পরীক্ষা হয়েছে আট বছরের মাথায়। দীর্ঘদিন পর পরীক্ষা হলেও আট মাসেও ফলাফল মেলেনি শিক্ষার্থীদের। ধীরগতির কার্যক্রমে তৈরি হয়েছে দীর্ঘ সেশনজট।
জানা যায়, ফাজিল (সম্মান) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা ২০২১ সালের অক্টোবরে শুরু হয়ে নভেম্বরে শেষ হয়। একই অবস্থা ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থীর ফলাফলের জন্য চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় চাকরিতে আবেদন করতে পারছেন না।
২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (সম্মান) চালু করা হয়। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদ্রাসার শিক্ষার্থীরা ভর্তি হতে পারতেন। ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত ২০২১ সালে মোট পাঁচটি বর্ষের শিক্ষার্থীদের মধ্যে তিনটি বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পেরেছে কর্তৃপক্ষ। তখন বাদ পড়েছিলেন ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরে এসব সেশনের পরীক্ষা শুরু হয় গত বছরের ২০ অক্টোবর। পরীক্ষা শেষ হয় ২৮ নভেম্বর। তিন মাসে ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও আট মাসেও তা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের অভিযোগ, আট বছরে তাঁরা পরীক্ষা শেষ করেছেন। চূড়ান্ত পরীক্ষার ফলাফল না হওয়ায় তাঁরা কিছুই করতে পারছেন না। দ্রুত বিষয়টি সমাধান না করতে পারলে মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই ধীরগতির জন্য দায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাঁরা বলেন, বর্তমানে আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান অনার্স, সব পরীক্ষা ও ফলাফল হচ্ছে।
চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘আট মাস শেষ। সব বিষয়ে সংশয় কাজ করছে। কবে রেজাল্ট (ফলাফল) পেয়ে চাকরিতে আবেদন করব, তা অজানা। প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাদের রেজাল্টটা যেন দ্রুত প্রকাশ করা হয়।’
এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘খাতাগুলো থার্ড এক্সামিনারের (তৃতীয় পরীক্ষক) কাছে আছে। তাঁরা খাতা জমা দিলেই আমরা দ্রুত রেজাল্ট দিয়ে দেব।’
দীর্ঘ আট মাসেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল অনার্স (সম্মান) পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চার বছরের নির্ধারিত অনার্স (সম্মান) কোর্সের পরীক্ষা হয়েছে আট বছরের মাথায়। দীর্ঘদিন পর পরীক্ষা হলেও আট মাসেও ফলাফল মেলেনি শিক্ষার্থীদের। ধীরগতির কার্যক্রমে তৈরি হয়েছে দীর্ঘ সেশনজট।
জানা যায়, ফাজিল (সম্মান) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা ২০২১ সালের অক্টোবরে শুরু হয়ে নভেম্বরে শেষ হয়। একই অবস্থা ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। অনেক শিক্ষার্থীর ফলাফলের জন্য চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় চাকরিতে আবেদন করতে পারছেন না।
২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (সম্মান) চালু করা হয়। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদ্রাসার শিক্ষার্থীরা ভর্তি হতে পারতেন। ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত ২০২১ সালে মোট পাঁচটি বর্ষের শিক্ষার্থীদের মধ্যে তিনটি বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পেরেছে কর্তৃপক্ষ। তখন বাদ পড়েছিলেন ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরে এসব সেশনের পরীক্ষা শুরু হয় গত বছরের ২০ অক্টোবর। পরীক্ষা শেষ হয় ২৮ নভেম্বর। তিন মাসে ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও আট মাসেও তা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের অভিযোগ, আট বছরে তাঁরা পরীক্ষা শেষ করেছেন। চূড়ান্ত পরীক্ষার ফলাফল না হওয়ায় তাঁরা কিছুই করতে পারছেন না। দ্রুত বিষয়টি সমাধান না করতে পারলে মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই ধীরগতির জন্য দায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাঁরা বলেন, বর্তমানে আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান অনার্স, সব পরীক্ষা ও ফলাফল হচ্ছে।
চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘আট মাস শেষ। সব বিষয়ে সংশয় কাজ করছে। কবে রেজাল্ট (ফলাফল) পেয়ে চাকরিতে আবেদন করব, তা অজানা। প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাদের রেজাল্টটা যেন দ্রুত প্রকাশ করা হয়।’
এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘খাতাগুলো থার্ড এক্সামিনারের (তৃতীয় পরীক্ষক) কাছে আছে। তাঁরা খাতা জমা দিলেই আমরা দ্রুত রেজাল্ট দিয়ে দেব।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫