শাবিপ্রবি প্রতিনিধি
আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ-২০২১’ প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী। তাঁরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ ও মাহবুব আহমেদ চৌধুরী।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সর্বমোট ২০ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক পেয়েছেন আবু নাসের। তিনি বিশ্বের শীর্ষ ৫২ জনের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ১৫ পয়েন্ট পেয়ে রৌপ্যপদক পেয়েছেন মাহবুব আহমেদ চৌধুরী। পদক পাওয়া এ শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।
ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) প্রতি বছর এ ধরনের আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জের আয়োজন করে। এবারের ম্যাথ চ্যালেঞ্জে মোট ৯৮টি দেশের ৫ হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষাগুলোর তত্ত্বাবধানে ছিলেন ১৩ শতাধিক শিক্ষক। আইওয়াইএমসি-২০২১ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক এ সংগঠন।
প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে যারা উত্তীর্ণ হয়, তারা ৮ ইউরো রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রি-ফাইনালে অংশগ্রহণ করে। পরে প্রি-ফাইনালে যারা উত্তীর্ণ হয়, তারা ফাইনাল রাউন্ডে অংশ নেন। প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে মোট ১ হাজার ৩০০ শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে শাবিপ্রবির দুজন শিক্ষার্থী উত্তীর্ণ হন। ফাইনাল রাউন্ডে মোট ২০টি প্রশ্নে ২০ পয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা থেকে অর্জিত পয়েন্টের ভিত্তিতে গোল্ড-সিলভার-ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফাইনাল পরীক্ষা তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
স্বর্ণপদক প্রাপ্ত আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে আমি খুবই আনন্দিত। এত দূর আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি সিলভার পদক অর্জন করেছিলাম।’
রৌপ্যপদক প্রাপ্ত মাহবুব আহমেদ চৌধুরী বলেন, ‘দুর্ভাগ্যবশত গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডেডলাইনের পর প্রশ্ন জমা দেওয়ায় কোনো অবদান রাখতে পারিনি। এ বছর সিলভার পদক পেয়ে আগের কষ্ট অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি।’
আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ-২০২১’ প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্যপদক পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী। তাঁরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ ও মাহবুব আহমেদ চৌধুরী।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সর্বমোট ২০ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক পেয়েছেন আবু নাসের। তিনি বিশ্বের শীর্ষ ৫২ জনের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ১৫ পয়েন্ট পেয়ে রৌপ্যপদক পেয়েছেন মাহবুব আহমেদ চৌধুরী। পদক পাওয়া এ শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।
ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) প্রতি বছর এ ধরনের আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জের আয়োজন করে। এবারের ম্যাথ চ্যালেঞ্জে মোট ৯৮টি দেশের ৫ হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষাগুলোর তত্ত্বাবধানে ছিলেন ১৩ শতাধিক শিক্ষক। আইওয়াইএমসি-২০২১ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক এ সংগঠন।
প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে যারা উত্তীর্ণ হয়, তারা ৮ ইউরো রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রি-ফাইনালে অংশগ্রহণ করে। পরে প্রি-ফাইনালে যারা উত্তীর্ণ হয়, তারা ফাইনাল রাউন্ডে অংশ নেন। প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে মোট ১ হাজার ৩০০ শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে শাবিপ্রবির দুজন শিক্ষার্থী উত্তীর্ণ হন। ফাইনাল রাউন্ডে মোট ২০টি প্রশ্নে ২০ পয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা থেকে অর্জিত পয়েন্টের ভিত্তিতে গোল্ড-সিলভার-ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফাইনাল পরীক্ষা তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
স্বর্ণপদক প্রাপ্ত আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে আমি খুবই আনন্দিত। এত দূর আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি সিলভার পদক অর্জন করেছিলাম।’
রৌপ্যপদক প্রাপ্ত মাহবুব আহমেদ চৌধুরী বলেন, ‘দুর্ভাগ্যবশত গত বছর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ডেডলাইনের পর প্রশ্ন জমা দেওয়ায় কোনো অবদান রাখতে পারিনি। এ বছর সিলভার পদক পেয়ে আগের কষ্ট অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫