এইচএসসি বিশেষ পরামর্শ
শিক্ষা ডেস্ক
সৃজনশীল প্রশ্ন: ক ও খ বিভাগে সর্বমোট ১১টি প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে ২টি প্রশ্নের (আর্থিক বিবরণী) উত্তর দিতে হবে। খ বিভাগের ৯টি প্রশ্ন থেকে যেকোনো ৫টির উত্তর দিতে হবে।
পরীক্ষার হলে উত্তর লেখার ক্ষেত্রে যেসব কৌশল অবলম্বন করতে হয়:
যে প্রশ্নের উত্তর লিখবে সেই প্রশ্নের করণীয়গুলো (ক, খ ও গ) বিক্ষিপ্তভাবে করবে না। অর্থাৎ ১ নম্বর প্রশ্নের উত্তর (ক) এক জায়গায়, এরপর ৫ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পর আবার ১ নম্বর প্রশ্নের ‘উত্তর (গ)’ এভাবে উত্তর করবে না।
প্রশ্নের পূর্ণমান ৭০, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রতি ১ নম্বরের জন্য সময় ২ মিনিট পাবে। এ ক্ষেত্রে, করণীয় ক-এর জন্য সময় বরাদ্দ ৪ মিনিট।
করণীয় খ-এর জন্য সময় বরাদ্দ ৮ মিনিট এবং করণীয় গ-এর জন্য সময় বরাদ্দ ৮ মিনিট। একটি প্রশ্ন তথা ১০ নম্বরের জন্য মোট ২০ মিনিট। এর ফলে আর্থিক বিবরণী উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু সময় পাবে।
বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ): প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম কাজ হবে প্রশ্নের ওপর যে সেট লেখা থাকবে, তা উত্তরপত্রে সেট কোড পূরণ করা। প্রশ্নের পূর্ণমান ৩০, সময় ৩০ মিনিট। প্রতি ১ নম্বরের জন্য সময় ১ মিনিট পাবে। প্রশ্ন ৪টি স্তরে হবে-জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ স্তর ও উচ্চতর দক্ষতার স্তর।
সর্বোচ্চ ১২টি প্রশ্ন থাকবে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তর থেকে। এ প্রশ্নগুলোর প্রতিটির উত্তর ১ মিনিটে দেওয়া সম্ভব নাও হতে পারে। এ জন্য জ্ঞান ও অনুধাবন স্তরের প্রশ্নোত্তর প্রতিটি ১ মিনিটের কম সময়ের মধ্যে দিতে পারবে। এ ধরনের প্রশ্নোত্তরে তুমি আগে বৃত্ত ভরাট করবে। তারপর খুব সহজেই বাকি ১২টির উত্তর শান্তভাবে বৃত্ত ভরাট করতে পারবে।
বাসায় এমসিকিউ পড়ার ক্ষেত্রে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক তথ্যগুলো আয়ত্ত করবে। আর প্রত্যেক অধ্যায়ের অঙ্কগুলোর নিয়মকানুন সৃজনশীলের জন্য আয়ত্ত করার ফলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তরে এমসিকিউর উত্তর সহজেই দিতে পারবে। টেস্ট পেপারের কয়েকটি কলেজের প্রশ্নে পরীক্ষা দেওয়ার মাধ্যমে উপর্যুক্ত পরামর্শ তুমি সহজেই অনুধাবন ও প্রয়োগ করতে পারবে।
লেখক: মো. হানিফ চৌধুরী, সহকারী অধ্যাপক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা।
সৃজনশীল প্রশ্ন: ক ও খ বিভাগে সর্বমোট ১১টি প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে ২টি প্রশ্নের (আর্থিক বিবরণী) উত্তর দিতে হবে। খ বিভাগের ৯টি প্রশ্ন থেকে যেকোনো ৫টির উত্তর দিতে হবে।
পরীক্ষার হলে উত্তর লেখার ক্ষেত্রে যেসব কৌশল অবলম্বন করতে হয়:
যে প্রশ্নের উত্তর লিখবে সেই প্রশ্নের করণীয়গুলো (ক, খ ও গ) বিক্ষিপ্তভাবে করবে না। অর্থাৎ ১ নম্বর প্রশ্নের উত্তর (ক) এক জায়গায়, এরপর ৫ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পর আবার ১ নম্বর প্রশ্নের ‘উত্তর (গ)’ এভাবে উত্তর করবে না।
প্রশ্নের পূর্ণমান ৭০, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রতি ১ নম্বরের জন্য সময় ২ মিনিট পাবে। এ ক্ষেত্রে, করণীয় ক-এর জন্য সময় বরাদ্দ ৪ মিনিট।
করণীয় খ-এর জন্য সময় বরাদ্দ ৮ মিনিট এবং করণীয় গ-এর জন্য সময় বরাদ্দ ৮ মিনিট। একটি প্রশ্ন তথা ১০ নম্বরের জন্য মোট ২০ মিনিট। এর ফলে আর্থিক বিবরণী উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু সময় পাবে।
বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ): প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম কাজ হবে প্রশ্নের ওপর যে সেট লেখা থাকবে, তা উত্তরপত্রে সেট কোড পূরণ করা। প্রশ্নের পূর্ণমান ৩০, সময় ৩০ মিনিট। প্রতি ১ নম্বরের জন্য সময় ১ মিনিট পাবে। প্রশ্ন ৪টি স্তরে হবে-জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ স্তর ও উচ্চতর দক্ষতার স্তর।
সর্বোচ্চ ১২টি প্রশ্ন থাকবে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তর থেকে। এ প্রশ্নগুলোর প্রতিটির উত্তর ১ মিনিটে দেওয়া সম্ভব নাও হতে পারে। এ জন্য জ্ঞান ও অনুধাবন স্তরের প্রশ্নোত্তর প্রতিটি ১ মিনিটের কম সময়ের মধ্যে দিতে পারবে। এ ধরনের প্রশ্নোত্তরে তুমি আগে বৃত্ত ভরাট করবে। তারপর খুব সহজেই বাকি ১২টির উত্তর শান্তভাবে বৃত্ত ভরাট করতে পারবে।
বাসায় এমসিকিউ পড়ার ক্ষেত্রে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক তথ্যগুলো আয়ত্ত করবে। আর প্রত্যেক অধ্যায়ের অঙ্কগুলোর নিয়মকানুন সৃজনশীলের জন্য আয়ত্ত করার ফলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তরে এমসিকিউর উত্তর সহজেই দিতে পারবে। টেস্ট পেপারের কয়েকটি কলেজের প্রশ্নে পরীক্ষা দেওয়ার মাধ্যমে উপর্যুক্ত পরামর্শ তুমি সহজেই অনুধাবন ও প্রয়োগ করতে পারবে।
লেখক: মো. হানিফ চৌধুরী, সহকারী অধ্যাপক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৭ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৭ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৭ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৭ দিন আগে