Ajker Patrika

চবিতে সশরীরে ক্লাস শুরু নভেম্বরে

চবি প্রতিনিধি
চবিতে সশরীরে ক্লাস শুরু নভেম্বরে

চলতি মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল ও সাঁটল ট্রেন চালু হয়। স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। 

রেজিস্ট্রার বলেন, ‘আমাদের একাডেমিক কার্যক্রম সশরীরে চলছে। বিভিন্ন বিভাগের পরীক্ষা চলছে। সাঁটল ট্রেন ও আবাসিক হলও খুলে যাচ্ছে। ভর্তি পরীক্ষা শেষ হলেই আমরা সশরীরে ক্লাস শুরু করতে পারব।’ 

এর আগে আগামী ১৬ অক্টোবর থেকে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের সাঁটল ট্রেন ও ১৮ অক্টোবর থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকালে বটতলী থেকে ৮টা ও ৮টা ৪৫ মিনিটে দুটি সাঁটল ট্রেন ছাড়বে। পরে দুপুরে দেড়টা ও আড়াইটায় বিশ্ববিদ্যালয় থেকে ট্রেন দুইটি শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ছাড়া এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে হলের বৈধ শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত