Ajker Patrika

কোনো কাজে ঢাবি শিক্ষার্থীদের রেজিস্ট্রার ভবনে যেতে হবে না

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২: ৪৯
কোনো কাজে ঢাবি শিক্ষার্থীদের রেজিস্ট্রার ভবনে যেতে হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক যেকোনো বিষয়ে রেজিস্ট্রার ভবন যেন আসতে না হয় সে জন্য সংশ্লিষ্ট অফিসগুলোকে অধিকতর যত্নশীল থাকার জন্য নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল অফিসকে এ বিষয়ে অনুরোধ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল কাজ (দাপ্তরিক একাডেমিক/আর্থিক) বিভাগ/ইনস্টিটিউট এবং আবাসিক হল বা হোস্টেলকে আবর্তন করে পরিচালিত হয়। এ অবস্থায় শিক্ষার্থীদের যাতে কোনো কাজে প্রশাসনিক ভবনে আসতে না হয় সে জন্য সংশ্লিষ্ট অফিসসমূহকে অধিকতর যত্নশীল থাকার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ জানানো হলো। বিষয়টি ইতিমধ্যে শিক্ষার্থীরা অবহিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের হয়রানি বন্ধ সহ আট দফা দাবিতে অনশন করেছিল ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ। ২১ সেপ্টেম্বর অনশন ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঘোষণা দেন, ‘এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার ভবনে যেতে হবে না। সব কাজ হল এবং বিভাগে সম্পন্ন হবে। সেখানে আমাদের লোকবল দেওয়া আছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। কোনো কাজেই তারা রেজিস্ট্রার বিল্ডিংয়ে আসবে না। সেখানে কেউ হয়রানি হলে প্রভোস্ট এবং চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত