এ টি এম মোজাফফর হোসেন
[Approach to Listening]
খ. রেকর্ডিং শুরু হলে করণীয়
এতক্ষণ প্রশ্নপত্র দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং সম্ভাব্য উত্তর ধরে নিয়েছেন। এখন রেকর্ডিং শোনার পালা। এবার রেকর্ডিং শুনে প্রশ্নপত্রের ওপর নোট নিতে থাকুন। যেহেতু সম্ভাব্য উত্তর কী হবে তা আগে থেকে জানেন, তাই সঠিক উত্তর ধরতে পারা সহজ হবে। তবে যতটা সম্ভব নোট নিতে থাকুন। প্রয়োজন না হলে বাদ দেওয়া যাবে; কিন্তু নোট না নিলে কোনো তথ্য-উপাত্ত পরে আর পাওয়া যাবে না।
গ. রেকর্ডিং শেষ হলে করণীয়
রেকর্ডিং শেষ হলে উত্তরগুলো উত্তরপত্রে (অ্যানসার শিট) ওঠান। তবে উত্তর নিজে মেলাবেন না। আপনার পার্শ্ববর্তী কাউকে দিয়ে মেলান। যেগুলোর উত্তর সঠিক হয়নি, তা আবার শুনুন। এবার দেখুন, উত্তর সঠিক হয়েছে কি না। রেকর্ডিং শেষে (যদি কোনো প্রশ্নের জবাব ভুল করে থাকেন, তবে নিজে চেক না করে আপনার বন্ধুকে দিয়ে করান)।
প্রথমবার উত্তর সঠিক হলে বুঝবেন যে আপনার দক্ষতা আছে।
দ্বিতীয়বার উত্তর সঠিক হলে
এবারও উত্তর সঠিক না হলে
সারসংক্ষেপ একনজরে
অধিক জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন-১: লিসেনিংয়ে এসব আমরা কেন করছি?
উত্তর-১: এ পদ্ধতিতে অনুশীলন করলে পুরো বিষয়ের ওপর গভীর ধারণা হয়, যা সঠিক উত্তর খুঁজে পেতে সাহায্য করে।
[পরবর্তী পাঠদান–৩: লিসেনিংয়ে মোডিফায়ার]
লেখক: সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা
আরও পড়ুন:
[Approach to Listening]
খ. রেকর্ডিং শুরু হলে করণীয়
এতক্ষণ প্রশ্নপত্র দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং সম্ভাব্য উত্তর ধরে নিয়েছেন। এখন রেকর্ডিং শোনার পালা। এবার রেকর্ডিং শুনে প্রশ্নপত্রের ওপর নোট নিতে থাকুন। যেহেতু সম্ভাব্য উত্তর কী হবে তা আগে থেকে জানেন, তাই সঠিক উত্তর ধরতে পারা সহজ হবে। তবে যতটা সম্ভব নোট নিতে থাকুন। প্রয়োজন না হলে বাদ দেওয়া যাবে; কিন্তু নোট না নিলে কোনো তথ্য-উপাত্ত পরে আর পাওয়া যাবে না।
গ. রেকর্ডিং শেষ হলে করণীয়
রেকর্ডিং শেষ হলে উত্তরগুলো উত্তরপত্রে (অ্যানসার শিট) ওঠান। তবে উত্তর নিজে মেলাবেন না। আপনার পার্শ্ববর্তী কাউকে দিয়ে মেলান। যেগুলোর উত্তর সঠিক হয়নি, তা আবার শুনুন। এবার দেখুন, উত্তর সঠিক হয়েছে কি না। রেকর্ডিং শেষে (যদি কোনো প্রশ্নের জবাব ভুল করে থাকেন, তবে নিজে চেক না করে আপনার বন্ধুকে দিয়ে করান)।
প্রথমবার উত্তর সঠিক হলে বুঝবেন যে আপনার দক্ষতা আছে।
দ্বিতীয়বার উত্তর সঠিক হলে
এবারও উত্তর সঠিক না হলে
সারসংক্ষেপ একনজরে
অধিক জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন-১: লিসেনিংয়ে এসব আমরা কেন করছি?
উত্তর-১: এ পদ্ধতিতে অনুশীলন করলে পুরো বিষয়ের ওপর গভীর ধারণা হয়, যা সঠিক উত্তর খুঁজে পেতে সাহায্য করে।
[পরবর্তী পাঠদান–৩: লিসেনিংয়ে মোডিফায়ার]
লেখক: সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা
আরও পড়ুন:
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২২ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২২ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২২ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২২ দিন আগে