Ajker Patrika

২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

করোনার মহামারির মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন ছাত্র এবং ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন ছাত্রী। 

দেশের ২ হাজার ৬২১টি কেন্দ্রে আগামী ২ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। গতবারের থেকে এবার উচ্চ মাধ্যমিকে ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেড়েছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন। 

এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দীপু মনি এবারের এইএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বিদেশের আটটি কেন্দ্রে এবার এইচএসসিতে ৪০৬ জন পরীক্ষা দেবেন। 

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। 

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্ধারিত সময়ে সেই পরীক্ষা নেওয়া যায়নি। করোনার সংক্রমণ কমায় সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি করে নৈর্বাচনিক বিষয়ের ছয়টি করে পত্রে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। 

দীপু মনি জানান, এবারও পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। কোনো কারণে কাউকে দেরিতে প্রবেশ করতে দেওয়া হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ রেজিস্ট্রারে লিখে রাখতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে প্রশ্নের সেট জানিয়ে দেওয়া হবে। ছবি তোলা যায় না এমন একটি মোবাইল শুধুমাত্র কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবেন। অন্য কেউ পরীক্ষার সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না। #

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত