Ajker Patrika

ইবিতে সশরীরে ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর

ইবি প্রতিনিধি
ইবিতে সশরীরে ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২৫ অক্টোবর। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপরেজিস্ট্রার সাহেদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ অক্টোবর পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ কারণে ২০ অক্টোবর থেকে ক্লাস শুরুর পরিবর্তে আগামী ২৫ অক্টোবর হতে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ইবি কর্তৃপক্ষ শ্রেণি কার্যক্রম বন্ধ করে দেয়। গত ৪ অক্টোবর সিন্ডিকেট সভায় ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস নেওয়ার অনুমোদন দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত