পল্লব আহমেদ সিয়াম, ইবি
দীর্ঘ ১৯ মাস বন্ধের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গত ২৫ অক্টোবর খুলে দেওয়া হয়। ২০২১ সালে মাত্র ৬৫ দিন কার্যক্রম চলে। দুই মাসের ঘটনাসহ বিভিন্ন ঘটনায় বছরজুড়ে নানা আলোচিত, বিতর্কিত ঘটনায় শিরোনাম হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
করোনা পরিস্থিতির মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয় আলোচনায় আসে শিক্ষার্থীর আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণে। ইবির এক শিক্ষার্থী আম পাড়লে বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর আরিফুল ইসলাম তাঁকে চড় মারেন। এর জেরে শেষ পর্যন্ত ওই শিক্ষককে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এটা এপ্রিলের ঘটনা। এ ছাড়া আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় আরেক সহকারী প্রক্টর নাসিমুজ্জামানকেও অব্যাহতি দেওয়া হয়।
পরের মাসেই ইবি আবার আলোচনায় আসে প্রতিষ্ঠানটির এক কর্মচারীর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে। গত ২৪ মে বিশ্ববিদ্যালয়ের শেখপাড়া এলাকা থেকে ৮৯ পিস ইয়াবাসহ বিএনসিসি অফিসের কম্পিউটার অপারেটর বকুল জোয়ার্দ্দারকে আটক করে র্যাব। এ ঘটনায় ২৯ মে তাঁকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসব ঘটনার কারণে করোনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নয়জনের মৃত্যুর বিষয়টি অনেকটা অনালোচিতই থেকে যায়। দীর্ঘ বন্ধের মধ্যেই ইবি থেকে হারিয়ে গেছে চার শিক্ষকসহ নয়টি তাজা প্রাণ। এ তালিকায় চারজন শিক্ষক ছাড়াও রয়েছেন তিন শিক্ষার্থী ও একজন কর্মচারী।
এ বছর বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী নির্বিশেষে সবার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস শুরুর সময়টি। দীর্ঘ ১৯ মাস পর গত ২৫ অক্টোবর সশরীরে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। এর আগে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। শ্রেণিকক্ষে পাঠদান শুরুসহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর মধ্য দিয়ে নতুন উদ্যমে জেগে ওটার কথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু তা হয়নি। বরং এত দীর্ঘ বিরতির পর শুরু হওয়া পদযাত্রাকে অনেকটাই শ্লথ করে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের হল সংস্কারের ১ কোটি ৩৫ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ কাজের ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তোলেন হল কর্তৃপক্ষসহ আবাসিক শিক্ষার্থীরা। কোটি টাকার এই বাজেটে নিম্নমানের পণ্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়। আসে খোদ পুলিশের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে থাকা পুলিশ ক্যাম্পের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ ওঠে। ৫ ডিসেম্বর ওই ছাত্রী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় ইউনিটের ছাত্রলীগের কমিটি নিয়েও হয়েছে জলঘোলা। সংগঠনটির সম্মেলন প্রস্তুতিবিষয়ক ভুয়া আহ্বায়ক কমিটি সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে গুঞ্জন শুরু হয় গত ৪ ডিসেম্বর।
ছিল হামলা ও সহিংসতার নানা ঘটনাও। উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী বহিরাগতদের হামলায় আহত হন। গত ৭ ডিসেম্বর রাতে ত্রিবেনী এলাকার রবিউল ইসলাম মেসে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ওপর এ হামলার নেপথ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়েরই আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম। আর খোদ বিজয় দিবসের দিন ছাত্রলীগের জুনিয়র কর্মী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জামিল আহমেদকে বেপরোয়া মোটরসাইকেল চালাতে নিষেধ করায় মারধরের শিকার হন মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহী রেজা। এসব ঘটনা ক্যাম্পাসের শেষ দিনগুলোকে অনেকটাই ম্লান করে দিয়েছে।
অবশ্য কিছু আনন্দের ঘটনাও ছিল। গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকের তালিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষক স্থান পেয়েছেন। এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
বছরের শেষ মাস ডিসেম্বর কাটছে নির্বাচনী আবহে। ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির নির্বাচন ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। আর কর্মকর্তা সমিতির নির্বাচন হয়েছে গত ১৫ ডিসেম্বর। সর্বশেষ সহায়ক কর্মচারী সমিতির নির্বাচন হয় গত ২২ ডিসেম্বর।
দীর্ঘ ১৯ মাস বন্ধের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গত ২৫ অক্টোবর খুলে দেওয়া হয়। ২০২১ সালে মাত্র ৬৫ দিন কার্যক্রম চলে। দুই মাসের ঘটনাসহ বিভিন্ন ঘটনায় বছরজুড়ে নানা আলোচিত, বিতর্কিত ঘটনায় শিরোনাম হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
করোনা পরিস্থিতির মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয় আলোচনায় আসে শিক্ষার্থীর আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণে। ইবির এক শিক্ষার্থী আম পাড়লে বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর আরিফুল ইসলাম তাঁকে চড় মারেন। এর জেরে শেষ পর্যন্ত ওই শিক্ষককে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এটা এপ্রিলের ঘটনা। এ ছাড়া আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় আরেক সহকারী প্রক্টর নাসিমুজ্জামানকেও অব্যাহতি দেওয়া হয়।
পরের মাসেই ইবি আবার আলোচনায় আসে প্রতিষ্ঠানটির এক কর্মচারীর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে। গত ২৪ মে বিশ্ববিদ্যালয়ের শেখপাড়া এলাকা থেকে ৮৯ পিস ইয়াবাসহ বিএনসিসি অফিসের কম্পিউটার অপারেটর বকুল জোয়ার্দ্দারকে আটক করে র্যাব। এ ঘটনায় ২৯ মে তাঁকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসব ঘটনার কারণে করোনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নয়জনের মৃত্যুর বিষয়টি অনেকটা অনালোচিতই থেকে যায়। দীর্ঘ বন্ধের মধ্যেই ইবি থেকে হারিয়ে গেছে চার শিক্ষকসহ নয়টি তাজা প্রাণ। এ তালিকায় চারজন শিক্ষক ছাড়াও রয়েছেন তিন শিক্ষার্থী ও একজন কর্মচারী।
এ বছর বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী নির্বিশেষে সবার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস শুরুর সময়টি। দীর্ঘ ১৯ মাস পর গত ২৫ অক্টোবর সশরীরে ক্লাসে ফেরেন শিক্ষার্থীরা। এর আগে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। শ্রেণিকক্ষে পাঠদান শুরুসহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর মধ্য দিয়ে নতুন উদ্যমে জেগে ওটার কথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু তা হয়নি। বরং এত দীর্ঘ বিরতির পর শুরু হওয়া পদযাত্রাকে অনেকটাই শ্লথ করে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের হল সংস্কারের ১ কোটি ৩৫ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ কাজের ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তোলেন হল কর্তৃপক্ষসহ আবাসিক শিক্ষার্থীরা। কোটি টাকার এই বাজেটে নিম্নমানের পণ্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগে বলা হয়। আসে খোদ পুলিশের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে থাকা পুলিশ ক্যাম্পের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ ওঠে। ৫ ডিসেম্বর ওই ছাত্রী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় ইউনিটের ছাত্রলীগের কমিটি নিয়েও হয়েছে জলঘোলা। সংগঠনটির সম্মেলন প্রস্তুতিবিষয়ক ভুয়া আহ্বায়ক কমিটি সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে গুঞ্জন শুরু হয় গত ৪ ডিসেম্বর।
ছিল হামলা ও সহিংসতার নানা ঘটনাও। উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী বহিরাগতদের হামলায় আহত হন। গত ৭ ডিসেম্বর রাতে ত্রিবেনী এলাকার রবিউল ইসলাম মেসে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ওপর এ হামলার নেপথ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়েরই আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম। আর খোদ বিজয় দিবসের দিন ছাত্রলীগের জুনিয়র কর্মী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জামিল আহমেদকে বেপরোয়া মোটরসাইকেল চালাতে নিষেধ করায় মারধরের শিকার হন মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহী রেজা। এসব ঘটনা ক্যাম্পাসের শেষ দিনগুলোকে অনেকটাই ম্লান করে দিয়েছে।
অবশ্য কিছু আনন্দের ঘটনাও ছিল। গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকের তালিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষক স্থান পেয়েছেন। এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
বছরের শেষ মাস ডিসেম্বর কাটছে নির্বাচনী আবহে। ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির নির্বাচন ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। আর কর্মকর্তা সমিতির নির্বাচন হয়েছে গত ১৫ ডিসেম্বর। সর্বশেষ সহায়ক কর্মচারী সমিতির নির্বাচন হয় গত ২২ ডিসেম্বর।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৯ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৯ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৯ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৯ দিন আগে