Ajker Patrika

চবির জননেত্রী শেখ হাসিনা হলে প্রধানমন্ত্রীর ম্যুরাল উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ৩২
চবির জননেত্রী শেখ হাসিনা হলে প্রধানমন্ত্রীর ম্যুরাল উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জননেত্রী শেখ হাসিনা হল প্রাঙ্গণে স্থাপিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উন্মোচন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ম্যুরাল উন্মোচন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরাল উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে হলের আবাসিক ছাত্রীদের লেখাপড়ায় অধিকতর মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। 

ম্যুরাল উন্মোচনের সময় সহ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রেজাউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

ম্যুরাল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত