মুসাররাত আবির
কেমন হতো, যদি পৃথিবীজুড়ে না থাকত কোনো দারিদ্র্য, বেকারত্ব কিংবা কার্বন নিঃসরণ? পুরো ব্যাপারটিকে বলা হয় ‘থ্রি জিরো’ তত্ত্ব। আর এই তত্ত্বের প্রবর্তক হলেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল।
এই তত্ত্বের মাধ্যমে ড. ইউনূস একটি সমতাভিত্তিক ও স্থিতিশীল পৃথিবীর ধারণা তুলে ধরেছেন, যেখানে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষা একসঙ্গে চলবে। এই ‘থ্রি জিরো’ মডেলের ওপর ভিত্তি করে তিনি লিখেছেন ‘আ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’ বইটি। এই বইয়ে তিনি তিনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জ—দারিদ্র্য, বেকারত্ব এবং পরিবেশগত অবক্ষয় সমাধানের জন্য একটি দূরদর্শী অর্থনৈতিক মডেল প্রস্তাব করেছেন।
এখানে তিনি প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থার সমালোচনা করেছেন, যা অসমতা, বেকারত্ব এবং পরিবেশের ক্ষতি বাড়ায়। তিনি দেখিয়েছেন, প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থা কীভাবে অর্থনৈতিক বৈষম্য ও পরিবেশ ধ্বংসের কারণ হয় এবং কীভাবে এর একটি বিকল্প মডেল দাঁড় করানো যায়।
থ্রি জিরো ফ্রেমওয়ার্ক
শূন্য দারিদ্র্য: দারিদ্র্য কেবল অর্থের অভাবে নয়, এটি সুযোগ, ক্ষমতা এবং সামাজিক ন্যায়বিচারের অভাবেও হয়ে থাকে। বইটিতে ড. ইউনূস দেখিয়েছেন, কীভাবে প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থা সম্পদের বৈষম্য বাড়ায়।
তিনি গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার মাধ্যমে দেখিয়েছেন, মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্রঋণ কীভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের উদ্যোক্তা হতে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ, একজন দরিদ্র নারী; যিনি আগে নিজের ও পরিবারের জন্য খাবার জোগাড়ে হিমশিম খেতেন। একটি ক্ষুদ্রঋণের মাধ্যমে নিজস্ব ব্যবসা শুরু করে আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠতে পারেন।
এটি শুধু অর্থনৈতিকভাবে নয়, মনস্তাত্ত্বিকভাবেও তাদের জীবন বদলে দিয়েছে। কারণ, তারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিতে শিখেছে। একই সঙ্গে নারীর ক্ষমতায়নেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শূন্য বেকারত্ব: তিনি প্রচলিত ধারণা; যেমন ‘চাকরি করা ছাড়া অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব নয়’-কে চ্যালেঞ্জ করেছেন। তিনি এই বইয়ে উদ্যোক্তাবৃত্তিকে বিকল্প হিসেবে তুলে ধরেছেন, বিশেষ করে এমন ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছেন; যা সমাজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
কারণ, তাঁর মতে কোনো মানুষের একক কারণে সমাজে দারিদ্র্যের সৃষ্টি হয় না। আমাদের অর্থনৈতিক কাঠামোর ভেতরেই তা তৈরি হয়। তাই কারও অধীনে চাকরি না করে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে জোর দিতে হবে। ড. ইউনূস বিশ্বাস করেন, প্রত্যেক মানুষই জন্মগতভাবে একজন উদ্যোক্তা এবং সবার মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে।
শূন্য নেট কার্বন নিঃসরণ: জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে লড়াই বইটির একটি বড় অংশ। ড. ইউনূস দেখিয়েছেন, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং দায়িত্বশীল উৎপাদনব্যবস্থা কীভাবে পৃথিবীকে বাঁচাতে পারে। তিনি একটি গ্রিন ইকোনমি তৈরি করার প্রয়োজনীয়তা এবং ব্যবসার টেকসই চর্চার গুরুত্ব তুলে ধরেছেন।
ড. ইউনূস এই বইয়ের মাধ্যমে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, প্রচলিত পুঁজিবাদ লাভকে সর্বোচ্চ প্রাধান্য দেয় এবং এটি প্রায়ই সমাজের বৃহত্তর অংশকে উপেক্ষা করে।
তাঁর প্রস্তাবিত ‘নতুন অর্থনীতি’ মানুষের কল্যাণ এবং পরিবেশ রক্ষার ওপর জোর দেয়। যাঁরা টেকসই উন্নয়ন, সামাজিক দায়িত্ব এবং একটি মানবিক অর্থনীতি গড়ার বিষয়ে আগ্রহী, তাঁদের জন্য বইটি অনুপ্রেরণার এক উৎস। এটি এমন ভবিষ্যৎ দেখায়, যা আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি।
কেমন হতো, যদি পৃথিবীজুড়ে না থাকত কোনো দারিদ্র্য, বেকারত্ব কিংবা কার্বন নিঃসরণ? পুরো ব্যাপারটিকে বলা হয় ‘থ্রি জিরো’ তত্ত্ব। আর এই তত্ত্বের প্রবর্তক হলেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল।
এই তত্ত্বের মাধ্যমে ড. ইউনূস একটি সমতাভিত্তিক ও স্থিতিশীল পৃথিবীর ধারণা তুলে ধরেছেন, যেখানে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষা একসঙ্গে চলবে। এই ‘থ্রি জিরো’ মডেলের ওপর ভিত্তি করে তিনি লিখেছেন ‘আ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’ বইটি। এই বইয়ে তিনি তিনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জ—দারিদ্র্য, বেকারত্ব এবং পরিবেশগত অবক্ষয় সমাধানের জন্য একটি দূরদর্শী অর্থনৈতিক মডেল প্রস্তাব করেছেন।
এখানে তিনি প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থার সমালোচনা করেছেন, যা অসমতা, বেকারত্ব এবং পরিবেশের ক্ষতি বাড়ায়। তিনি দেখিয়েছেন, প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থা কীভাবে অর্থনৈতিক বৈষম্য ও পরিবেশ ধ্বংসের কারণ হয় এবং কীভাবে এর একটি বিকল্প মডেল দাঁড় করানো যায়।
থ্রি জিরো ফ্রেমওয়ার্ক
শূন্য দারিদ্র্য: দারিদ্র্য কেবল অর্থের অভাবে নয়, এটি সুযোগ, ক্ষমতা এবং সামাজিক ন্যায়বিচারের অভাবেও হয়ে থাকে। বইটিতে ড. ইউনূস দেখিয়েছেন, কীভাবে প্রচলিত পুঁজিবাদী ব্যবস্থা সম্পদের বৈষম্য বাড়ায়।
তিনি গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার মাধ্যমে দেখিয়েছেন, মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্রঋণ কীভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের উদ্যোক্তা হতে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ, একজন দরিদ্র নারী; যিনি আগে নিজের ও পরিবারের জন্য খাবার জোগাড়ে হিমশিম খেতেন। একটি ক্ষুদ্রঋণের মাধ্যমে নিজস্ব ব্যবসা শুরু করে আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠতে পারেন।
এটি শুধু অর্থনৈতিকভাবে নয়, মনস্তাত্ত্বিকভাবেও তাদের জীবন বদলে দিয়েছে। কারণ, তারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিতে শিখেছে। একই সঙ্গে নারীর ক্ষমতায়নেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শূন্য বেকারত্ব: তিনি প্রচলিত ধারণা; যেমন ‘চাকরি করা ছাড়া অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব নয়’-কে চ্যালেঞ্জ করেছেন। তিনি এই বইয়ে উদ্যোক্তাবৃত্তিকে বিকল্প হিসেবে তুলে ধরেছেন, বিশেষ করে এমন ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছেন; যা সমাজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
কারণ, তাঁর মতে কোনো মানুষের একক কারণে সমাজে দারিদ্র্যের সৃষ্টি হয় না। আমাদের অর্থনৈতিক কাঠামোর ভেতরেই তা তৈরি হয়। তাই কারও অধীনে চাকরি না করে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে জোর দিতে হবে। ড. ইউনূস বিশ্বাস করেন, প্রত্যেক মানুষই জন্মগতভাবে একজন উদ্যোক্তা এবং সবার মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে।
শূন্য নেট কার্বন নিঃসরণ: জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে লড়াই বইটির একটি বড় অংশ। ড. ইউনূস দেখিয়েছেন, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং দায়িত্বশীল উৎপাদনব্যবস্থা কীভাবে পৃথিবীকে বাঁচাতে পারে। তিনি একটি গ্রিন ইকোনমি তৈরি করার প্রয়োজনীয়তা এবং ব্যবসার টেকসই চর্চার গুরুত্ব তুলে ধরেছেন।
ড. ইউনূস এই বইয়ের মাধ্যমে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, প্রচলিত পুঁজিবাদ লাভকে সর্বোচ্চ প্রাধান্য দেয় এবং এটি প্রায়ই সমাজের বৃহত্তর অংশকে উপেক্ষা করে।
তাঁর প্রস্তাবিত ‘নতুন অর্থনীতি’ মানুষের কল্যাণ এবং পরিবেশ রক্ষার ওপর জোর দেয়। যাঁরা টেকসই উন্নয়ন, সামাজিক দায়িত্ব এবং একটি মানবিক অর্থনীতি গড়ার বিষয়ে আগ্রহী, তাঁদের জন্য বইটি অনুপ্রেরণার এক উৎস। এটি এমন ভবিষ্যৎ দেখায়, যা আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে