নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চলতি জুনেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কোভিড টিকা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে জাজিরা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০–এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীরা যেমন পাবেন, তাঁদেরও সেভাবে টিকা দেওয়া হবে। ৬ লাখ টিকা এখন এসেছে, টিকা আরও আসবে। জুন থেকে আমাদের শিক্ষার্থীদের টিকা পাওয়ার কথা। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ হলে পরে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।’
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে দীপু মনি বলেন, ‘আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ এবং ৮৪ দিনের যে কথা বলেছি সেগুলোর জন্য অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আরও কিছুদিন আমাদের দেখতে হবে। যদি একেবারেই পরীক্ষা নেওয়া সম্ভব না হয় আমরা বিকল্প চিন্তাভাবনা করে রেখেছি। আমরা সব রকমের সিনারিও চিন্তা করে কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে সেগুলো নিয়ে ভাবছি, কাজ করছি। কাজেই চেষ্টা করে পরীক্ষা নেওয়া যদি যায় যাবে, না হলে বিকল্প কীভাবে মূল্যায়ন করা যেতে পারে সেগুলো নিয়েও আমরা ভাবছি।’
পরীক্ষা না হলে বিকল্প কী চিন্তা করা হচ্ছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে পরীক্ষা হবে কি হবে না সেটা বলে দিতে পারছি না। হয়তোবা খুব শিগগির সিদ্ধান্তটি নিতে হবে। সেটা সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখেই আমাদের সিদ্ধান্তগুলো হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়াশোনা থেকে দূরে সরে যাবেন না, কারণ আজকে যদি আপনার পরীক্ষা নাও হয় তাহলেও পরবর্তী ক্লাসে আপনাকে পড়তে হবে। পরবর্তী ক্লাসের জিনিস বোঝার জন্য আজকের এই ক্লাসের পড়াশোনা আপনাকে জানতে হবে।’
ঢাকা: চলতি জুনেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কোভিড টিকা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে জাজিরা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০–এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীরা যেমন পাবেন, তাঁদেরও সেভাবে টিকা দেওয়া হবে। ৬ লাখ টিকা এখন এসেছে, টিকা আরও আসবে। জুন থেকে আমাদের শিক্ষার্থীদের টিকা পাওয়ার কথা। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ হলে পরে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।’
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে দীপু মনি বলেন, ‘আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ এবং ৮৪ দিনের যে কথা বলেছি সেগুলোর জন্য অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আরও কিছুদিন আমাদের দেখতে হবে। যদি একেবারেই পরীক্ষা নেওয়া সম্ভব না হয় আমরা বিকল্প চিন্তাভাবনা করে রেখেছি। আমরা সব রকমের সিনারিও চিন্তা করে কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে সেগুলো নিয়ে ভাবছি, কাজ করছি। কাজেই চেষ্টা করে পরীক্ষা নেওয়া যদি যায় যাবে, না হলে বিকল্প কীভাবে মূল্যায়ন করা যেতে পারে সেগুলো নিয়েও আমরা ভাবছি।’
পরীক্ষা না হলে বিকল্প কী চিন্তা করা হচ্ছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে পরীক্ষা হবে কি হবে না সেটা বলে দিতে পারছি না। হয়তোবা খুব শিগগির সিদ্ধান্তটি নিতে হবে। সেটা সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখেই আমাদের সিদ্ধান্তগুলো হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়াশোনা থেকে দূরে সরে যাবেন না, কারণ আজকে যদি আপনার পরীক্ষা নাও হয় তাহলেও পরবর্তী ক্লাসে আপনাকে পড়তে হবে। পরবর্তী ক্লাসের জিনিস বোঝার জন্য আজকের এই ক্লাসের পড়াশোনা আপনাকে জানতে হবে।’
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫