নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে শাখা ক্যাম্পাস চালুর এক মাসের মধ্যেই নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ জন্য বাংলাদেশের শাখা ক্যাম্পাসকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয়টি।
আজ বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪ –এর বিধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাস লঙ্ঘন করেছে বলে কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় যথাযথ জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল ও এসএমএস দেওয়া হলেও সাড়া দেননি ইউজিসি সচিব ফেরদৌস জামান।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদনের বিষয়ে আপত্তি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির।
জানতে চাইলে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘প্রয়োজন না থাকলেও বিদেশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সমিতি থেকে লিখিত আপত্তি জানিয়েছিলাম। বিনা প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয়ে শাখা খোলা একটি দুরভিসন্ধিমূলক।
কবির হোসেন আরও বলেন, ‘এতে উচ্চশিক্ষার সীমাহীন ক্ষতি হবে। সার্টিফিকেট বাণিজ্য হবে। এ বিষয়ে ইউজিসির আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
গত বছরের ১২ ডিসেম্বর প্রথম শাখা ক্যাম্পাস হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে ইউসিএসআই ইউনিভার্সিটি। এর ক্যাম্পাস ঢাকার বনানীতে অবস্থিত। এরপর গত ১ মার্চ রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শিক্ষামন্ত্রী দীপু মনি এর ক্যাম্পাস উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো-চ্যান্সেলর টুংকু জাইন আল-আবিদিন ও বাংলাদেশে মালয়েশিয়া দূতাবাসের রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম।
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে শাখা ক্যাম্পাস চালুর এক মাসের মধ্যেই নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ জন্য বাংলাদেশের শাখা ক্যাম্পাসকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞাপন দেয় বিশ্ববিদ্যালয়টি।
আজ বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪ –এর বিধি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাস লঙ্ঘন করেছে বলে কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় যথাযথ জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল ও এসএমএস দেওয়া হলেও সাড়া দেননি ইউজিসি সচিব ফেরদৌস জামান।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদনের বিষয়ে আপত্তি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির।
জানতে চাইলে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘প্রয়োজন না থাকলেও বিদেশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সমিতি থেকে লিখিত আপত্তি জানিয়েছিলাম। বিনা প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয়ে শাখা খোলা একটি দুরভিসন্ধিমূলক।
কবির হোসেন আরও বলেন, ‘এতে উচ্চশিক্ষার সীমাহীন ক্ষতি হবে। সার্টিফিকেট বাণিজ্য হবে। এ বিষয়ে ইউজিসির আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
গত বছরের ১২ ডিসেম্বর প্রথম শাখা ক্যাম্পাস হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে ইউসিএসআই ইউনিভার্সিটি। এর ক্যাম্পাস ঢাকার বনানীতে অবস্থিত। এরপর গত ১ মার্চ রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শিক্ষামন্ত্রী দীপু মনি এর ক্যাম্পাস উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো-চ্যান্সেলর টুংকু জাইন আল-আবিদিন ও বাংলাদেশে মালয়েশিয়া দূতাবাসের রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫