‘শাণিত যুক্তির আগমনে, তারুণ্য থাকুক সযতনে’—এই স্লোগানকে সামনে রেখে গত ২৮ জুলাই, ২০২২ অনুষ্ঠিত হলো ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত ‘নবীনবরণ ও সদস্য সংগ্রহ–২০২২ ’, যেখানে একই সঙ্গে ঘোষণা করা হয় ক্লাবের ২০২২-২৩ বছরের ‘কার্যনির্বাহী কমিটি’।
অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইডেন মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ফেরদৌসী বেগম, উপাধ্যক্ষ, ইডেন মহিলা কলেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব মডারেটর অধ্যাপক সাবরুনা আহমেদ। এ ছাড়া ক্লাবের উপদেষ্টা পরিষদের শিক্ষকমণ্ডলী সহযোগী অধ্যাপক, শামীমা আক্তার (দর্শন বিভাগ), সহযোগী অধ্যাপক, ফাহমিদা আমিন (ইংরেজি বিভাগ), সহযোগী অধ্যাপক, ফাহমিদা হক মোনালিসা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং সহকারী অধ্যাপক, শামীমা নাসরিন (বাংলা বিভাগ) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি হাজেরা সুলতানা।
অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় ও ক্লাবের সদস্য ফরম বিতরণ করা হয়। নতুনদের উদ্বুদ্ধ করতে সকল বিতার্কিক ও সদস্যদের অংশগ্রহণে একটি জমজমাট আয়োজন করা হয়। তাতে ছিল সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক, কবিতা আবৃত্তি এবং গান।
‘এই সংসদ এলাকা ভিত্তিক লোডশেডিং সমর্থন করে না’ প্রস্তাবে সংসদীয় বিতর্কে সরকারি দলের বক্তারা ছিলেন—সামিয়া, মার্ডিনা ও ফাতেমা। বিরোধী দলীয় বক্তারা ছিলেন—মুনতাহা আঁখি, ইতি ও শেহরুবা। বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন হাজেরা সুলতানা এবং বিচারক হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিষদের শিক্ষকমণ্ডলী। রম্য বিতর্কে কুষ্টিয়ার নিশাত, রংপুরের ফাউজিয়া, ঢাকার হাবিবা, কুড়িগ্রামের নীতি, ফরিদপুরের ইতি ‘আমার দেশে আমিই সেরা’ এই যুক্তিতে স্ব স্ব জেলাকে সেরা হিসেবে প্রমাণের চেষ্টা করেন। এরপর অনুষ্ঠানে চমকপ্রদ কবিতা আবৃত্তি করেন হাবিবা নাওয়ার, মিফতাহুল জান্নাত ও লাকী আক্তার। সবশেষ মারিয়া সুলতানা ও ফাউজিয়া আবিদার সুমিষ্ট কণ্ঠে গান পরিবেশনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক পর্বটি শেষ হয়।
ক্লাব মডারেটর অধ্যাপক সাবরুনা আহমেদ নতুন কমিটি ঘোষণা করেন। অতঃপর উপস্থিত অতিথিদের মাধ্যমে কমিটির সদস্যদের হাতে তাদের নাম ও পদ সংবলিত ব্যাজ প্রদানের মাধ্যমে দায়িত্ব তুলে দেওয়া হয়। ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাজেরা সুলতানা (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সামিয়া আলম (বাংলা বিভাগ)। ক্লাবের দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন:
সাংগঠনিক সম্পাদক: জান্নাতুল মুনতাহা (ইংরেজি বিভাগ)
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মিফতাহুল জান্নাত (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
দপ্তর সম্পাদক: জাকিয়া জামান (ইংরেজি বিভাগ)
যুগ্ম দপ্তর সম্পাদক: শেহরুবা ইসলাম (গণিত বিভাগ)
অর্থ সম্পাদক: সুবর্ণা রায় (ইংরেজি বিভাগ)
যুগ্ম অর্থ সম্পাদক: আনিকা তাবাসসুম (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
প্রচার সম্পাদক: শাহিনা আক্তার (ইংরেজি বিভাগ)
যুগ্ম প্রচার সম্পাদক: উম্মে হাবিবা শায়লা (দর্শন বিভাগ)
বিতর্ক প্রশিক্ষণ সম্পাদক: মারিয়া সুলতানা (ব্যবস্থাপনা বিভাগ)
লিয়াজোঁ ও যোগাযোগ সম্পাদক: জুয়াইরা বিনতে মাসুদ (ইংরেজি বিভাগ)
যুগ্ম লিয়াজোঁ ও যোগাযোগ সম্পাদক: মোসা: মারিয়া আক্তার (সমাজকর্ম বিভাগ)
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: লাকী আক্তার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
প্রকাশনা সম্পাদক: ফাতেমা তুয যোহরা (হিসাববিজ্ঞান বিভাগ)
যুগ্ম প্রকাশনা সম্পাদক: নিশাত তাসনিম (বাংলা বিভাগ)
শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক: ফাউজিয়া আবিদা (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ)
যুগ্ম শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক: নাজনীন সুলতানা (মার্কেটিং বিভাগ)
অনুষ্ঠান সম্পাদক: ছামিনা আক্তার (অর্থনীতি বিভাগ)
যুগ্ম অনুষ্ঠান সম্পাদক: ইরিনা ইসলাম (অর্থনীতি বিভাগ)
ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক: সুমাইয়া আক্তার (ইংরেজি বিভাগ)
যুগ্ম ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক: মার্ডিনা হালদার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
গ্রন্থাগার ও গবেষণা সম্পাদক: শান্তা ইসলাম (সমাজকর্ম বিভাগ)
যুগ্ম গ্রন্থাগার ও গবেষণা সম্পাদক: হাবিবা নাওয়ার (সমাজকর্ম বিভাগ)।
ক্লাবের মডারেটর অধ্যাপক সাবরুনা আহমেদ বলেন, ‘ক্লাবটির মডারেটর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে আজ আমি আনন্দিত ও অভিভূত। এই নবীন বরণ ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানটি ছিল সময়ের দাবি। অনাড়ম্বর হলেও আন্তরিক উষ্ণতায় অনুষ্ঠানটি প্রাণবন্ততায় উজ্জ্বল ছিল। বর্তমান সভাপতির অসাধারণ সাংগঠনিক তৎপরতায় ও অন্যান্য সদস্যদের স্বতঃস্ফূর্ত উৎসাহে উৎসব মুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে আজকের দিনটি। আমি আমার প্রাণপ্রিয় বিতার্কিকদের অভিনন্দন জানাই। মেধা মননে তারা বিকশিত হোক, পৌঁছে যাক অভীষ্ট লক্ষ্যে।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ ও যুক্তিবাদী করে গড়ে তোলার লক্ষ্যে ২০০৫ সালে তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক জাহান-ই-গুলশান মাহমুদা খানমের উৎসাহ ও উদ্যোগে ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের পথচলা শুরু।
‘শাণিত যুক্তির আগমনে, তারুণ্য থাকুক সযতনে’—এই স্লোগানকে সামনে রেখে গত ২৮ জুলাই, ২০২২ অনুষ্ঠিত হলো ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত ‘নবীনবরণ ও সদস্য সংগ্রহ–২০২২ ’, যেখানে একই সঙ্গে ঘোষণা করা হয় ক্লাবের ২০২২-২৩ বছরের ‘কার্যনির্বাহী কমিটি’।
অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইডেন মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ফেরদৌসী বেগম, উপাধ্যক্ষ, ইডেন মহিলা কলেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব মডারেটর অধ্যাপক সাবরুনা আহমেদ। এ ছাড়া ক্লাবের উপদেষ্টা পরিষদের শিক্ষকমণ্ডলী সহযোগী অধ্যাপক, শামীমা আক্তার (দর্শন বিভাগ), সহযোগী অধ্যাপক, ফাহমিদা আমিন (ইংরেজি বিভাগ), সহযোগী অধ্যাপক, ফাহমিদা হক মোনালিসা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং সহকারী অধ্যাপক, শামীমা নাসরিন (বাংলা বিভাগ) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি হাজেরা সুলতানা।
অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় ও ক্লাবের সদস্য ফরম বিতরণ করা হয়। নতুনদের উদ্বুদ্ধ করতে সকল বিতার্কিক ও সদস্যদের অংশগ্রহণে একটি জমজমাট আয়োজন করা হয়। তাতে ছিল সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক, কবিতা আবৃত্তি এবং গান।
‘এই সংসদ এলাকা ভিত্তিক লোডশেডিং সমর্থন করে না’ প্রস্তাবে সংসদীয় বিতর্কে সরকারি দলের বক্তারা ছিলেন—সামিয়া, মার্ডিনা ও ফাতেমা। বিরোধী দলীয় বক্তারা ছিলেন—মুনতাহা আঁখি, ইতি ও শেহরুবা। বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন হাজেরা সুলতানা এবং বিচারক হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিষদের শিক্ষকমণ্ডলী। রম্য বিতর্কে কুষ্টিয়ার নিশাত, রংপুরের ফাউজিয়া, ঢাকার হাবিবা, কুড়িগ্রামের নীতি, ফরিদপুরের ইতি ‘আমার দেশে আমিই সেরা’ এই যুক্তিতে স্ব স্ব জেলাকে সেরা হিসেবে প্রমাণের চেষ্টা করেন। এরপর অনুষ্ঠানে চমকপ্রদ কবিতা আবৃত্তি করেন হাবিবা নাওয়ার, মিফতাহুল জান্নাত ও লাকী আক্তার। সবশেষ মারিয়া সুলতানা ও ফাউজিয়া আবিদার সুমিষ্ট কণ্ঠে গান পরিবেশনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক পর্বটি শেষ হয়।
ক্লাব মডারেটর অধ্যাপক সাবরুনা আহমেদ নতুন কমিটি ঘোষণা করেন। অতঃপর উপস্থিত অতিথিদের মাধ্যমে কমিটির সদস্যদের হাতে তাদের নাম ও পদ সংবলিত ব্যাজ প্রদানের মাধ্যমে দায়িত্ব তুলে দেওয়া হয়। ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাজেরা সুলতানা (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সামিয়া আলম (বাংলা বিভাগ)। ক্লাবের দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন:
সাংগঠনিক সম্পাদক: জান্নাতুল মুনতাহা (ইংরেজি বিভাগ)
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মিফতাহুল জান্নাত (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
দপ্তর সম্পাদক: জাকিয়া জামান (ইংরেজি বিভাগ)
যুগ্ম দপ্তর সম্পাদক: শেহরুবা ইসলাম (গণিত বিভাগ)
অর্থ সম্পাদক: সুবর্ণা রায় (ইংরেজি বিভাগ)
যুগ্ম অর্থ সম্পাদক: আনিকা তাবাসসুম (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)
প্রচার সম্পাদক: শাহিনা আক্তার (ইংরেজি বিভাগ)
যুগ্ম প্রচার সম্পাদক: উম্মে হাবিবা শায়লা (দর্শন বিভাগ)
বিতর্ক প্রশিক্ষণ সম্পাদক: মারিয়া সুলতানা (ব্যবস্থাপনা বিভাগ)
লিয়াজোঁ ও যোগাযোগ সম্পাদক: জুয়াইরা বিনতে মাসুদ (ইংরেজি বিভাগ)
যুগ্ম লিয়াজোঁ ও যোগাযোগ সম্পাদক: মোসা: মারিয়া আক্তার (সমাজকর্ম বিভাগ)
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: লাকী আক্তার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
প্রকাশনা সম্পাদক: ফাতেমা তুয যোহরা (হিসাববিজ্ঞান বিভাগ)
যুগ্ম প্রকাশনা সম্পাদক: নিশাত তাসনিম (বাংলা বিভাগ)
শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক: ফাউজিয়া আবিদা (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ)
যুগ্ম শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক: নাজনীন সুলতানা (মার্কেটিং বিভাগ)
অনুষ্ঠান সম্পাদক: ছামিনা আক্তার (অর্থনীতি বিভাগ)
যুগ্ম অনুষ্ঠান সম্পাদক: ইরিনা ইসলাম (অর্থনীতি বিভাগ)
ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক: সুমাইয়া আক্তার (ইংরেজি বিভাগ)
যুগ্ম ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক: মার্ডিনা হালদার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
গ্রন্থাগার ও গবেষণা সম্পাদক: শান্তা ইসলাম (সমাজকর্ম বিভাগ)
যুগ্ম গ্রন্থাগার ও গবেষণা সম্পাদক: হাবিবা নাওয়ার (সমাজকর্ম বিভাগ)।
ক্লাবের মডারেটর অধ্যাপক সাবরুনা আহমেদ বলেন, ‘ক্লাবটির মডারেটর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে আজ আমি আনন্দিত ও অভিভূত। এই নবীন বরণ ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানটি ছিল সময়ের দাবি। অনাড়ম্বর হলেও আন্তরিক উষ্ণতায় অনুষ্ঠানটি প্রাণবন্ততায় উজ্জ্বল ছিল। বর্তমান সভাপতির অসাধারণ সাংগঠনিক তৎপরতায় ও অন্যান্য সদস্যদের স্বতঃস্ফূর্ত উৎসাহে উৎসব মুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে আজকের দিনটি। আমি আমার প্রাণপ্রিয় বিতার্কিকদের অভিনন্দন জানাই। মেধা মননে তারা বিকশিত হোক, পৌঁছে যাক অভীষ্ট লক্ষ্যে।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ ও যুক্তিবাদী করে গড়ে তোলার লক্ষ্যে ২০০৫ সালে তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক জাহান-ই-গুলশান মাহমুদা খানমের উৎসাহ ও উদ্যোগে ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের পথচলা শুরু।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
২৩ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
২৩ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
২৩ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
২৩ দিন আগে