গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির ২০২২-২৩ মেয়াদের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা-গবেষণা খাতে গৌরবময় অবদানের জন্য ২৫ জন শিক্ষককে রিসার্চ কোলাবোরেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ওই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক। তাঁর গবেষণা প্রকল্পের নাম হলো ‘মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান ফর চট্টগ্রাম সিটি করপোরেশন’। তিনি ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত ওই গবেষণা প্রকল্পের কাজ করেন।
চুয়েট শিক্ষক শাহ জালাল মিশুক তাঁর গবেষণা কাজ সম্পর্কে বলেন, ‘এই গবেষণা প্রকল্পে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি দুর্যোগ নিয়ে কাজ করেছি। জলাবদ্ধতা, পাহাড়ধস, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের ঝুঁকিপূর্ণ এলাকা, ঝুঁকির মাত্রা নিরূপণ করেছি। পাশাপাশি দুর্যোগ-পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে সিটি করপোরেশনের করণীয় কী কী হতে পারে, সেসব বিষয়ও বিশদভাবে তুলে ধরি।’ অর্থাৎ এই গবেষণা প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম নগরীর পাঁচটি দুর্যোগের জন্য সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা, ক্ষতির মাত্রা ও সিটি করপোরেশনের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
দুর্যোগে চট্টগ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে তিনি আপৎকালীন পরিকল্পনা ‘মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান’-এর চূড়ান্ত রিপোর্ট দেন ২০২৩ সালের ৭ জুন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে। পরিকল্পনাটি প্রণয়নে প্রধান পরামর্শক হিসেবে কাজ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক শাহ জালাল। ওই গবেষণা প্রকল্প ও পরিকল্পনাটি প্রণয়নে সহযোগিতা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন, উন্নয়ন সংস্থা ইপসা ও সেভ দ্য চিলড্রেন।
উল্লেখ্য, মো. শাহ জালাল একজন শিক্ষক, গবেষক ও কলাম লেখক। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি তাঁর গবেষণাকাজগুলোর মাধ্যমে বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান করে থাকেন। পাশাপাশি তাঁর লেখা ১৩০টির বেশি গবেষণাধর্মী কলাম ইতিমধ্যে জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
চুয়েট শিক্ষক সমিতির অ্যাওয়ার্ড গ্রহণের পর তাৎক্ষণিক মতামত প্রদানে মো. শাহ জালাল বলেন, ‘চুয়েট শিক্ষক সমিতি আমাকে রিসার্চ কোলাবোরেশন অ্যাওয়ার্ড প্রদান করায় আমি বেশ আনন্দিত ও গর্বিত। এভাবে গবেষণা প্রকল্পের কাজে উৎসাহিত করায় চুয়েট শিক্ষক সমিতিকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
এ ছাড়া মো. শাহ জালাল ২০২১ সালে বাংলাদেশের নগর পরিকল্পনাবিদদের সর্বোচ্চ পদক ‘বিআইপি সম্মাননা পদক ২০২১’-এর জন্য মনোনীত হয়েছিলেন।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির ২০২২-২৩ মেয়াদের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা-গবেষণা খাতে গৌরবময় অবদানের জন্য ২৫ জন শিক্ষককে রিসার্চ কোলাবোরেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ওই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক। তাঁর গবেষণা প্রকল্পের নাম হলো ‘মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান ফর চট্টগ্রাম সিটি করপোরেশন’। তিনি ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত ওই গবেষণা প্রকল্পের কাজ করেন।
চুয়েট শিক্ষক শাহ জালাল মিশুক তাঁর গবেষণা কাজ সম্পর্কে বলেন, ‘এই গবেষণা প্রকল্পে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি দুর্যোগ নিয়ে কাজ করেছি। জলাবদ্ধতা, পাহাড়ধস, অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের ঝুঁকিপূর্ণ এলাকা, ঝুঁকির মাত্রা নিরূপণ করেছি। পাশাপাশি দুর্যোগ-পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে সিটি করপোরেশনের করণীয় কী কী হতে পারে, সেসব বিষয়ও বিশদভাবে তুলে ধরি।’ অর্থাৎ এই গবেষণা প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম নগরীর পাঁচটি দুর্যোগের জন্য সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা, ক্ষতির মাত্রা ও সিটি করপোরেশনের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
দুর্যোগে চট্টগ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে তিনি আপৎকালীন পরিকল্পনা ‘মাল্টি হ্যাজার্ড কন্টিজেন্সি প্ল্যান’-এর চূড়ান্ত রিপোর্ট দেন ২০২৩ সালের ৭ জুন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে। পরিকল্পনাটি প্রণয়নে প্রধান পরামর্শক হিসেবে কাজ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক শাহ জালাল। ওই গবেষণা প্রকল্প ও পরিকল্পনাটি প্রণয়নে সহযোগিতা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন, উন্নয়ন সংস্থা ইপসা ও সেভ দ্য চিলড্রেন।
উল্লেখ্য, মো. শাহ জালাল একজন শিক্ষক, গবেষক ও কলাম লেখক। তিনি শিক্ষকতা পেশার পাশাপাশি তাঁর গবেষণাকাজগুলোর মাধ্যমে বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান করে থাকেন। পাশাপাশি তাঁর লেখা ১৩০টির বেশি গবেষণাধর্মী কলাম ইতিমধ্যে জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
চুয়েট শিক্ষক সমিতির অ্যাওয়ার্ড গ্রহণের পর তাৎক্ষণিক মতামত প্রদানে মো. শাহ জালাল বলেন, ‘চুয়েট শিক্ষক সমিতি আমাকে রিসার্চ কোলাবোরেশন অ্যাওয়ার্ড প্রদান করায় আমি বেশ আনন্দিত ও গর্বিত। এভাবে গবেষণা প্রকল্পের কাজে উৎসাহিত করায় চুয়েট শিক্ষক সমিতিকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
এ ছাড়া মো. শাহ জালাল ২০২১ সালে বাংলাদেশের নগর পরিকল্পনাবিদদের সর্বোচ্চ পদক ‘বিআইপি সম্মাননা পদক ২০২১’-এর জন্য মনোনীত হয়েছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৯ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৯ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৯ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৯ দিন আগে