Ajker Patrika

রাবিপ্রবির নতুন উপাচার্য হলেন চবির আইন বিভাগের অধ্যাপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬: ১৬
রাবিপ্রবির নতুন উপাচার্য হলেন চবির আইন বিভাগের অধ্যাপক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। আগামী চার বছর উপাচার্যের দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পাঁচটি শর্তে তাঁকে নিয়োগ দেওয়া হয়।

শর্তগুলো হলো—উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে চার বছর; উপাচার্যের পদে তাঁর বর্তমান পদের সমান বেতন-ভাতা পাবেন; বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্দিষ্ট সময়ের আগে এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

জানা যায়, ড. আব্দুল্লাহ আল ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি আইন ও শিক্ষা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে গত ৩০ জানুয়ারি একই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। তিনিও চার বছর দায়িত্ব পালন করবেন। 

এ বিষয়ে ড. আব্দুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সত্যিই অনেক আনন্দিত। বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে যা যা করার আমি সবই করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত