Ajker Patrika

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা আগামীকাল 

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা আগামীকাল 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিয়োলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের (‘ডি’ ইউনিট) ভর্তি পরীক্ষা কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

জানা যায়, গুচ্ছ পদ্ধতির বাইরে থাকা বিশ্ববিদ্যালয়ের থিয়োলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের পরীক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের নিয়মেই নিবে। এবারের ভর্তি পরীক্ষায় মোট আবেদন জমা পড়েছে ১ হাজার ৩১৩ জনের। ২৪০ আসনের বিপরীতে লড়বেন ৫ জন শিক্ষার্থী। থিয়োলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে তিনটি বিভাগ রয়েছে। গত ৭ অক্টোবর থেকে ‘ডি’ ইউনিটের আবেদন শুরু হয়েছে এবং ২০ অক্টোবর শেষ হবে।

এ বিষয়ে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি আমরা নিয়েছি। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে চাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত