নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫-এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের (বিএমডি) শিক্ষার্থীরা অসাধারণ গবেষণা উপস্থাপন করে সেরা তিনটি পুরস্কার অর্জন করেছেন। ২০ ও ২১ জুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সম্মেলনে অংশ নিয়ে তাঁরা দেশের হয়ে গর্বের উদাহরণ সৃষ্টি করেছেন।
শীর্ষ পুরস্কার বিজয়ী দলের তত্ত্বাবধায়ক এবং বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম বখতিয়ার উল ইসলাম বলেন, ‘এই সাফল্য শুধু আমাদের শিক্ষার্থীদের নয়, বরং সমগ্র জাতির জন্য গর্বের। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার অগ্রগতি এবং তরুণদের উদ্ভাবনী শক্তির প্রতিফলন।’
ড. এস এম বখতিয়ার উল ইসলামের তত্তাবধানে মো. সাফায়েত সাহিব ও তাঁর দলের গবেষণা—‘ফ্রম বাংলাদেশি সয়েল টু জেনোমিক ইনসাইট: ডিসকভারি অব থার্মোস্টেবল বেসিলাস স্ট্রেইনস উইথ হাই অ্যামাইলেজ অ্যান্ড প্রটেজ অ্যাক্টিভিটি’ (From Bangladeshi Soil to Genomic Insight: Discovery of Thermostable Bacillus Strains with High Amylase and Protease Activity) সম্মেলনে ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে। গবেষণায় তাঁরা বাংলাদেশি মাটি থেকে তাপ সহনশীল ব্যাসিলাস অণুজীব সংগ্রহ করেছেন, যেগুলোর বাণিজ্যিক এনজাইম উৎপাদনের ক্ষমতা রয়েছে।
ড. বখতিয়ার বলেন, ‘তাপ সহনশীল অ্যামাইলেজ ও প্রোটিয়েজের চাহিদা আন্তর্জাতিক বাজারে দিন দিন বাড়ছে। আমাদের দেশে এ রকম কোনো বায়োটেকনোলজি কোম্পানি নেই। আমাদের গবেষণা এই সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ড. বখতিয়ার আরও জানান, টেক্সটাইল, ডিটারজেন্ট, ফার্মাসিউটিক্যাল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে এই এনজাইমগুলোর বিশাল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাঁরা গবেষণার ফল শিল্প খাতে বাস্তব প্রয়োগের লক্ষ্যে বিনিয়োগকারী ও সহযোগী গবেষকদের আহ্বান জানাচ্ছেন।
এ ছাড়াও তাসনিম রহমান ও তাঁর দল ‘এফেক্ট অব মেটাল লোনস অন দ্য এনজাইমেটিক এফিসিয়েন্সি অব অ্যামাইলেজ অ্যান্ড প্রটেজ প্রডিউসার কেটিএইচ ২০৫’ (Effect of Metal Ions on the Enzymatic Efficiency of Amylase and Protease Producer KTH 205) শীর্ষক গবেষণার জন্য প্রথম রানার্সআপ হয়।
একইভাবে শেখ আদিবা তাসনেম ও তাঁর দলের গবেষণা ‘দ্য সাইলেন্ট ইনভেডার্স: আনমাস্কিং ইন্ট্রাসেলুলার ব্যাক্টেরিয়া ইন চিকেন পিবিএমসিএস’ (The Silent Invaders: Unmasking Intracellular Bacteria in Chicken PBMCs) সম্মেলনে বিশেষ সম্মাননা লাভ করে।
এ তিনটি গবেষণাই বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। তরুণ গবেষকদের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি, দেশীয় সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহারের দৃষ্টান্ত এবং বাস্তবমুখী গবেষণার প্রয়াস—সব মিলিয়ে এ সাফল্যকে এনএসইউর জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ড. বখতিয়ার বলেন, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ শিগগির বৈশ্বিক বায়োটেকনোলজি গবেষণায় নেতৃত্ব দিতে পারবে।
আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ২০২৫-এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের (বিএমডি) শিক্ষার্থীরা অসাধারণ গবেষণা উপস্থাপন করে সেরা তিনটি পুরস্কার অর্জন করেছেন। ২০ ও ২১ জুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সম্মেলনে অংশ নিয়ে তাঁরা দেশের হয়ে গর্বের উদাহরণ সৃষ্টি করেছেন।
শীর্ষ পুরস্কার বিজয়ী দলের তত্ত্বাবধায়ক এবং বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম বখতিয়ার উল ইসলাম বলেন, ‘এই সাফল্য শুধু আমাদের শিক্ষার্থীদের নয়, বরং সমগ্র জাতির জন্য গর্বের। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার অগ্রগতি এবং তরুণদের উদ্ভাবনী শক্তির প্রতিফলন।’
ড. এস এম বখতিয়ার উল ইসলামের তত্তাবধানে মো. সাফায়েত সাহিব ও তাঁর দলের গবেষণা—‘ফ্রম বাংলাদেশি সয়েল টু জেনোমিক ইনসাইট: ডিসকভারি অব থার্মোস্টেবল বেসিলাস স্ট্রেইনস উইথ হাই অ্যামাইলেজ অ্যান্ড প্রটেজ অ্যাক্টিভিটি’ (From Bangladeshi Soil to Genomic Insight: Discovery of Thermostable Bacillus Strains with High Amylase and Protease Activity) সম্মেলনে ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে। গবেষণায় তাঁরা বাংলাদেশি মাটি থেকে তাপ সহনশীল ব্যাসিলাস অণুজীব সংগ্রহ করেছেন, যেগুলোর বাণিজ্যিক এনজাইম উৎপাদনের ক্ষমতা রয়েছে।
ড. বখতিয়ার বলেন, ‘তাপ সহনশীল অ্যামাইলেজ ও প্রোটিয়েজের চাহিদা আন্তর্জাতিক বাজারে দিন দিন বাড়ছে। আমাদের দেশে এ রকম কোনো বায়োটেকনোলজি কোম্পানি নেই। আমাদের গবেষণা এই সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ড. বখতিয়ার আরও জানান, টেক্সটাইল, ডিটারজেন্ট, ফার্মাসিউটিক্যাল ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে এই এনজাইমগুলোর বিশাল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাঁরা গবেষণার ফল শিল্প খাতে বাস্তব প্রয়োগের লক্ষ্যে বিনিয়োগকারী ও সহযোগী গবেষকদের আহ্বান জানাচ্ছেন।
এ ছাড়াও তাসনিম রহমান ও তাঁর দল ‘এফেক্ট অব মেটাল লোনস অন দ্য এনজাইমেটিক এফিসিয়েন্সি অব অ্যামাইলেজ অ্যান্ড প্রটেজ প্রডিউসার কেটিএইচ ২০৫’ (Effect of Metal Ions on the Enzymatic Efficiency of Amylase and Protease Producer KTH 205) শীর্ষক গবেষণার জন্য প্রথম রানার্সআপ হয়।
একইভাবে শেখ আদিবা তাসনেম ও তাঁর দলের গবেষণা ‘দ্য সাইলেন্ট ইনভেডার্স: আনমাস্কিং ইন্ট্রাসেলুলার ব্যাক্টেরিয়া ইন চিকেন পিবিএমসিএস’ (The Silent Invaders: Unmasking Intracellular Bacteria in Chicken PBMCs) সম্মেলনে বিশেষ সম্মাননা লাভ করে।
এ তিনটি গবেষণাই বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। তরুণ গবেষকদের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি, দেশীয় সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহারের দৃষ্টান্ত এবং বাস্তবমুখী গবেষণার প্রয়াস—সব মিলিয়ে এ সাফল্যকে এনএসইউর জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ড. বখতিয়ার বলেন, এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ শিগগির বৈশ্বিক বায়োটেকনোলজি গবেষণায় নেতৃত্ব দিতে পারবে।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১৮ দিন আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১৮ দিন আগেআন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১৮ দিন আগেবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১৮ দিন আগে