ঢাবি প্রতিনিধি
শিক্ষা ও গবেষণার উন্নয়নের জন্য ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ গঠন করেছে বিশ্ববিদ্যালয়। সেই ফান্ডে ১ কোটি ১১ লাখ টাকা অনুদান দিয়েছে চার প্রতিষ্ঠান ও ব্যক্তি। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতীন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ।
ফান্ডের তহবিল সংগ্রহ কার্যক্রমে প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান মোট ১ কোটি ১১ লাখ টাকা অনুদান প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ বিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের র্যাঙ্কিং বিষয়ে অনেক সীমাবদ্ধতা আছে, প্যারামিটার অনেকগুলো এখনো অ্যাড্রেস করা সম্ভব হয়নি। এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে খুব বেশি প্রত্যাশা করা কঠিন। তবে র্যাঙ্কিংয়ে আমাদের একটি বড় আকারের জাম্প হয়েছে। শিক্ষা ও গবেষণায় উন্নয়নের জন্য ২০১২ সালে ফান্ড গঠনের জন্য প্রাথমিকভাবে আলোচনা হয়। নানা কারণে সেটি হয়ে ওঠেনি। দীর্ঘ ১২ বছর পরে সেটি আমরা শুরু করতে পেরেছি, এটি চলমান থাকবে।’
উপাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় শিক্ষা ও গবেষণার জন্য ফান্ডের কথা বলেছেন। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা ও গবেষণার জন্য সহায়তা করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে ভবিষ্যতে একটি সাড়ম্বর অনুষ্ঠানে অনুদান গ্রহণের মাধ্যমে এই ফান্ডের মূলধন এক হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব হবে।’ এ সময় তিনি সবাইকে বিশ্ববিদ্যালয়ের ফান্ডকে সমৃদ্ধ করতে এগিয়ে আসার আহ্বানও জানান।
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘গবেষণা করতে টাকার প্রয়োজন, আবার টাকা হলে ভালো গবেষণা হবে—এমনও নয়। আগেকার সময়ের বড় বড় ব্যক্তিরা টাকার সাহায্যে গবেষণা করেছেন, এমন নয়। গবেষণার জন্য যে টাকা বরাদ্দ হয়, আবার টাকা ফিরেও যাচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে। আমাদের ইউনিভার্সিটি হচ্ছে গ্র্যাজুয়েট তৈরির ইউনিভার্সিটি। এ জন্য গবেষণার কাজে আমরা এগিয়ে যেতে পারছি না। দার্শনিকেরা পূণ্যও দান করার কথা বলেছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজে মানুষ সৎ না হয়ে সচ্ছল হচ্ছে, জ্ঞানী বা প্রজ্ঞাবান না হয়ে ধূর্ত হচ্ছে এবং হৃদয়বান না হয়ে বিশিষ্ট হচ্ছে। এসব কারণে এই দর্শনগুলো ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে বলা হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা বেশি হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে কম হচ্ছে। সেটা নিয়ে তারা আবার রিপোর্টও প্রকাশ করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে যে অর্থ নেয় সে অর্থ দিয়ে তাদের গবেষণা কার্যক্রম চালানো খুব একটা কঠিন কাজ নয়। তারা শিক্ষার্থীদের কাছ থেকে যা নেয় তা-ই ব্যয় করে। কিন্তু ইউজিসি আমাদের যা দেয় তা দিয়ে আমাদের গবেষণা কার্যক্রম চালাতে হয়। এ ফান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন মাইলফলক তৈরি হবে।’
অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা ও গবেষণার উন্নয়নের জন্য ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ গঠন করেছে বিশ্ববিদ্যালয়। সেই ফান্ডে ১ কোটি ১১ লাখ টাকা অনুদান দিয়েছে চার প্রতিষ্ঠান ও ব্যক্তি। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতীন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তহবিল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ।
ফান্ডের তহবিল সংগ্রহ কার্যক্রমে প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান মোট ১ কোটি ১১ লাখ টাকা অনুদান প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ বিষয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের র্যাঙ্কিং বিষয়ে অনেক সীমাবদ্ধতা আছে, প্যারামিটার অনেকগুলো এখনো অ্যাড্রেস করা সম্ভব হয়নি। এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে খুব বেশি প্রত্যাশা করা কঠিন। তবে র্যাঙ্কিংয়ে আমাদের একটি বড় আকারের জাম্প হয়েছে। শিক্ষা ও গবেষণায় উন্নয়নের জন্য ২০১২ সালে ফান্ড গঠনের জন্য প্রাথমিকভাবে আলোচনা হয়। নানা কারণে সেটি হয়ে ওঠেনি। দীর্ঘ ১২ বছর পরে সেটি আমরা শুরু করতে পেরেছি, এটি চলমান থাকবে।’
উপাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় শিক্ষা ও গবেষণার জন্য ফান্ডের কথা বলেছেন। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা ও গবেষণার জন্য সহায়তা করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে ভবিষ্যতে একটি সাড়ম্বর অনুষ্ঠানে অনুদান গ্রহণের মাধ্যমে এই ফান্ডের মূলধন এক হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব হবে।’ এ সময় তিনি সবাইকে বিশ্ববিদ্যালয়ের ফান্ডকে সমৃদ্ধ করতে এগিয়ে আসার আহ্বানও জানান।
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘গবেষণা করতে টাকার প্রয়োজন, আবার টাকা হলে ভালো গবেষণা হবে—এমনও নয়। আগেকার সময়ের বড় বড় ব্যক্তিরা টাকার সাহায্যে গবেষণা করেছেন, এমন নয়। গবেষণার জন্য যে টাকা বরাদ্দ হয়, আবার টাকা ফিরেও যাচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে। আমাদের ইউনিভার্সিটি হচ্ছে গ্র্যাজুয়েট তৈরির ইউনিভার্সিটি। এ জন্য গবেষণার কাজে আমরা এগিয়ে যেতে পারছি না। দার্শনিকেরা পূণ্যও দান করার কথা বলেছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজে মানুষ সৎ না হয়ে সচ্ছল হচ্ছে, জ্ঞানী বা প্রজ্ঞাবান না হয়ে ধূর্ত হচ্ছে এবং হৃদয়বান না হয়ে বিশিষ্ট হচ্ছে। এসব কারণে এই দর্শনগুলো ধীরে ধীরে স্তিমিত হয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে বলা হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা বেশি হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে কম হচ্ছে। সেটা নিয়ে তারা আবার রিপোর্টও প্রকাশ করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে যে অর্থ নেয় সে অর্থ দিয়ে তাদের গবেষণা কার্যক্রম চালানো খুব একটা কঠিন কাজ নয়। তারা শিক্ষার্থীদের কাছ থেকে যা নেয় তা-ই ব্যয় করে। কিন্তু ইউজিসি আমাদের যা দেয় তা দিয়ে আমাদের গবেষণা কার্যক্রম চালাতে হয়। এ ফান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন মাইলফলক তৈরি হবে।’
অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১২ আগস্ট ২০২৫বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১২ আগস্ট ২০২৫আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী ‘ইউআইইউ মার্স রোভার’, ‘ইউআইইউ অ্যাসেন্ড’ এবং ‘ইউআইইউ মেরিনার’ টিমগুলোকে সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ ফোরামের উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্
১২ আগস্ট ২০২৫বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত
১২ আগস্ট ২০২৫