Ajker Patrika

ইবির 'ডি' ইউনিটে আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত

ইবি প্রতিনিধি
ইবির 'ডি' ইউনিটে আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত 'ডি' ইউনিটের অনলাইন আবেদনের সময় আগামী ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ সোমবার এই বিষয়টি নিশ্চিত করেছেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সোলায়মান।

মো. সোলায়মান জানান, ডি ইউনিটে ভর্তি আবেদনের তারিখ বাড়িয়ে আগামী ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে ইবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন গত রোববার রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। আবেদন কম পড়ায় সময় বাড়িয়ে ২০ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত