হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরে কদর আলী (৪৮) নামে এক শ্রমিকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কদর আলী পৌর এলাকার জঙ্গল বহুলা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
এদিকে রাত ৮টা পর্যন্ত কদর আলীর খণ্ডিত মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না পেলেও এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কদর আলী খোয়াই নদী থেকে বালু শ্রমিকের কাজ করতেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি তিনি।
পরিবারের সদস্যরা বলছে, কদর আলী মাজারভক্ত ছিলেন। তাই বাড়ি না ফেরায় তিনি কোনো মাজারে গিয়েছেন বলে ধারণা ছিল তাদের। শনিবার সকালে স্থানীয়রা একটি মাথাবিহীন মরদেহ নদীর বাঁধে দেখে পান। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাঁকে শনাক্ত করে। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
নিহত কদর আলীর মেয়ে সুলতানা বেগম বলেন, ‘আমার বাবাকে নির্মমভাবে গলা কেটে খুন করে ফেলে দেওয়া হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ‘কদর আলীকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই রাস্তার একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতকদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। এ ছাড়াও মরদেহের মাথা উদ্ধারেও কাজ করছে পুলিশ।’
হবিগঞ্জ শহরে কদর আলী (৪৮) নামে এক শ্রমিকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কদর আলী পৌর এলাকার জঙ্গল বহুলা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।
এদিকে রাত ৮টা পর্যন্ত কদর আলীর খণ্ডিত মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না পেলেও এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কদর আলী খোয়াই নদী থেকে বালু শ্রমিকের কাজ করতেন। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি তিনি।
পরিবারের সদস্যরা বলছে, কদর আলী মাজারভক্ত ছিলেন। তাই বাড়ি না ফেরায় তিনি কোনো মাজারে গিয়েছেন বলে ধারণা ছিল তাদের। শনিবার সকালে স্থানীয়রা একটি মাথাবিহীন মরদেহ নদীর বাঁধে দেখে পান। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাঁকে শনাক্ত করে। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
নিহত কদর আলীর মেয়ে সুলতানা বেগম বলেন, ‘আমার বাবাকে নির্মমভাবে গলা কেটে খুন করে ফেলে দেওয়া হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ‘কদর আলীকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই রাস্তার একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতকদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। এ ছাড়াও মরদেহের মাথা উদ্ধারেও কাজ করছে পুলিশ।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫