Ajker Patrika

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১ 

প্রতিনিধি, লালমনিরহাট
লালমনিরহাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১ 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে জমি বিরোধের জের ধরে সংঘর্ষে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল কালাম আজাদ ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় নিহত আবুল কালাম আজাদের ছেলে আল আমিন বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। কালীগঞ্জ থানা-পুলিশ রাতেই মামলার প্রধান আসামি মেহের আলীকে গ্রেপ্তার করেছে। 
 
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের বাসিন্দা মেহের আলীদের সঙ্গে চাচাতো ভাই আবুল কালাম আজাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদের বাড়ির পাশে মেহের আলীর লোকজন আবুল কালাম আজাদের ওপর হামলা করে। একপর্যায়ে মেহের আলী আবুল কালাম আজাদের পুরুষাঙ্গ চেপে ধরে গুরুতর আহত করেন। 

পরে স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালাম আজাদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় অজয় বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।’ 

এ ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। সেই মামলায় রাতেই থানা-পুলিশ একজনকে গ্রেপ্তার করে। 

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় মেহের আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত