ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের এক সিপাহি। মাহাবুবুল আলম (৩১) নামে ওই সিপাহি ১৫ বিজিবি লালমনিরহাটের অধীন ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল বিওপির সদস্য। তাঁর বাড়ি পঞ্চগড় জেলা সদরের খালপাড়া গ্রামে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম বালাতাড়ি সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের ও অন্যরা জানান, ভারত সীমান্ত থেকে গাঁজা নিয়ে একদল চোরাকারবারি আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১ এলাকার পাশ দিয়ে নদী পেরিয়ে গোড়কমন্ডলের দিকে যাচ্ছিল। এ সময় বিজিবির তিন সদস্যের একটি টহল দল তাঁদের ধাওয়া করেন। চোরাকারবারির দল ওই স্থানে বারোমাসিয়া নদীতে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির এক সদস্য নদীতে নেমে তাঁদের পিছু নেন। পরে সিপাহি মাহাবুবুল নদী সাঁতরে ওই বিজিবি সদস্যকে অনুসরণ করেন। নদী পেরিয়ে হাঁটু পানিতে যাওয়ামাত্র ঢলে পড়েন তিনি। বাকি দুই বিজিবি সদস্য ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে নৌকায় করে মাহাবুবুলকে নদীর পাড়ে নিয়ে আসে। পরে তাঁকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। উত্তেজনাবশত হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামকৃষ্ণ দেবতা দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের এক সিপাহি। মাহাবুবুল আলম (৩১) নামে ওই সিপাহি ১৫ বিজিবি লালমনিরহাটের অধীন ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল বিওপির সদস্য। তাঁর বাড়ি পঞ্চগড় জেলা সদরের খালপাড়া গ্রামে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম বালাতাড়ি সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের ও অন্যরা জানান, ভারত সীমান্ত থেকে গাঁজা নিয়ে একদল চোরাকারবারি আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১ এলাকার পাশ দিয়ে নদী পেরিয়ে গোড়কমন্ডলের দিকে যাচ্ছিল। এ সময় বিজিবির তিন সদস্যের একটি টহল দল তাঁদের ধাওয়া করেন। চোরাকারবারির দল ওই স্থানে বারোমাসিয়া নদীতে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির এক সদস্য নদীতে নেমে তাঁদের পিছু নেন। পরে সিপাহি মাহাবুবুল নদী সাঁতরে ওই বিজিবি সদস্যকে অনুসরণ করেন। নদী পেরিয়ে হাঁটু পানিতে যাওয়ামাত্র ঢলে পড়েন তিনি। বাকি দুই বিজিবি সদস্য ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে নৌকায় করে মাহাবুবুলকে নদীর পাড়ে নিয়ে আসে। পরে তাঁকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। উত্তেজনাবশত হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামকৃষ্ণ দেবতা দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫