বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মালেক সরকার (৬৫) নামের একজন বৃদ্ধ ব্যক্তির ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পারসগুনা এলাকায় তাঁর নিজ বাড়ির পেছনে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত আব্দুল মালেক সরকার পারসগুনা গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা বলছে, বেশ কিছু দিন ধরে বৃদ্ধের ভাই মোতালেব সরকার, আবু তালেব সরকার, খালেক সরকারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। গত দু-তিন দিন ধরেই এ ঝগড়া চলছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল মালেক ঘর থেকে বের হন। পরে রাতে অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে পায়নি। শনিবার ভোরে স্থানীয়রা তার বৃদ্ধের বাড়ির পেছনে গাছের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। তারা পরিবারের সদস্যেদের খবর দেয়। থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় অভিযোগ হয়নি। মৃতের পরিবার থেকে যদি অভিযোগ আসে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মালেক সরকার (৬৫) নামের একজন বৃদ্ধ ব্যক্তির ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পারসগুনা এলাকায় তাঁর নিজ বাড়ির পেছনে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত আব্দুল মালেক সরকার পারসগুনা গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা বলছে, বেশ কিছু দিন ধরে বৃদ্ধের ভাই মোতালেব সরকার, আবু তালেব সরকার, খালেক সরকারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। গত দু-তিন দিন ধরেই এ ঝগড়া চলছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল মালেক ঘর থেকে বের হন। পরে রাতে অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে পায়নি। শনিবার ভোরে স্থানীয়রা তার বৃদ্ধের বাড়ির পেছনে গাছের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় দেখতে পায়। তারা পরিবারের সদস্যেদের খবর দেয়। থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় অভিযোগ হয়নি। মৃতের পরিবার থেকে যদি অভিযোগ আসে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫