Ajker Patrika

চালককে হত্যা করে রিকশা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২: ২৮
চালককে হত্যা করে রিকশা ছিনতাই

রাজশাহী মহানগরীতে চালককে হত্যা করে একটি রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রিকশাচালকের নাম আবদুল কাদের (৫৫)। তিনি নগরীর শ্রীরামপুর এলাকার মৃত কাবেজ আলীর ছেলে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। 

গোলাম রুহুল কুদ্দুস জানান, রাত দেড়টার দিকে তাঁরা রাস্তার ড্রেনের পাশে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পান। পরে বোয়ালিয়া থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

রুহুল কুদ্দুস  আরও জানান, আবদুল কাদেরের রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রিকশাটি নেওয়ার জন্যই গলায় ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এ সময় তিনি পড়ে গেলে রিকশাটি নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

নগরীর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান জানান, আবদুল কাদের খুবই গরিব মানুষ। দিনে তিনি গরু-ছাগল চরাতেন। সংসারে সচ্ছলতা রাখতে রাতে ব্যাটারিচালিত রিকশা চালাতেন। এক সপ্তাহ আগেই তিনি ছাগল বিক্রি করে রিকশার ব্যাটারি কিনেছিলেন। এলাকায় আবদুল কাদের অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত