কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর সাগর মিয়া (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। গতকাল রোববার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার রাজনগর গ্রামের গোমাই নদীতে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র উপজেলার পোগলা ইউনিয়নের রামপুর গ্রামের শাহর আলীর সন্তান। সে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে সহপাঠীর ফোন পেয়ে পার্শ্ববর্তী বারহাট্টার নয়ানগর গ্রামে বাড়িতে যায় সাগর। পরে হিরন মিয়া (২২) নামে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে আসতে দেখেন স্থানীয়রা। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে গতকাল রোববার দুপুরে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এদিকে এটি একটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন মৃত কিশোরের বড় ভাই শাহিন মিয়া। তিনি অভিযোগ করে আজকের পত্রিকাকে জানান, ওই সহপাঠীর সঙ্গে সাগরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে সহপাঠীর ভাই জয় (২৪) তাঁর বন্ধুদের নিয়ে সাগরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এই হত্যাকাণ্ডের পেছনে সহপাঠীর ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কাজ করছে পুলিশ।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর সাগর মিয়া (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। গতকাল রোববার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার রাজনগর গ্রামের গোমাই নদীতে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র উপজেলার পোগলা ইউনিয়নের রামপুর গ্রামের শাহর আলীর সন্তান। সে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে সহপাঠীর ফোন পেয়ে পার্শ্ববর্তী বারহাট্টার নয়ানগর গ্রামে বাড়িতে যায় সাগর। পরে হিরন মিয়া (২২) নামে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে আসতে দেখেন স্থানীয়রা। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে গতকাল রোববার দুপুরে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এদিকে এটি একটি হত্যাকাণ্ড বলে দাবি করেছেন মৃত কিশোরের বড় ভাই শাহিন মিয়া। তিনি অভিযোগ করে আজকের পত্রিকাকে জানান, ওই সহপাঠীর সঙ্গে সাগরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে সহপাঠীর ভাই জয় (২৪) তাঁর বন্ধুদের নিয়ে সাগরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এই হত্যাকাণ্ডের পেছনে সহপাঠীর ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কাজ করছে পুলিশ।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫