Ajker Patrika

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ১০
ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহে প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণের মামলায় মো. শহীদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার শহীদুল ইসলাম জেলার ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. হেকমত আলীর ছেলে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর র‍্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে জেলার ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাব-১৪এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম বলেন, আনুমানিক ছয় মাস আগে শহীদুল ইসলাম উপজেলার একটি গ্রামে ভেকু দিয়ে মাটি কাটার কাজ করার সময় ১৩ বছর বয়সী ওই প্রতিবন্ধী শিশুর সঙ্গে কথা বলে পরিচিত হন। পরিচিত হওয়ার একপর্যায়ে মোবাইল কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে একাধিকবার ধর্ষণ করেন শহীদুল। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 

পরে বিষয়টি জানাজানি হলে গত ১২ ডিসেম্বর শহীদুল ইসলামকে আসামি করে ফুলবাড়িয়া থানায় ধর্ষণ মামলা করেন প্রতিবন্ধী শিশুর বাবা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত