Ajker Patrika

নেত্রকোনায় প্রায় ২২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় প্রায় ২২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোনায় ২১ লাখ ৯৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় ওরিও বিস্কুট ও স্ক্রিন সাইন ক্রিম জব্দ করেছে বিজিবি-৩১। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি-৩১ এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া। 
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, আজ ভোর ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দ উপজেলার খারনই বিওপিতে কর্মরত মো. সামছুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল মেইন পিলার ১ হাজার ১৭৮ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ গোবিন্দপুর নামক স্থানে টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক থেকে চোরাকারবারিরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাঁদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ফলে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। 

ফেলে যাওয়া মালামাল থেকে ৬ হাজার ১০০ পিস ভারতীয় ওরিও বিস্কুট ও ৫ হাজার ৮৮০ পিস স্কিন সাইন ক্রিম জব্দ করা হয়েছে। যার সর্বমোট মূল্য ২১ লাখ ৯৭ হাজার ২০০ টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত