Ajker Patrika

শেরপুরে ২ শিশুকে ধর্ষণে ঘটনায় যুবকের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি
শেরপুরে ২ শিশুকে ধর্ষণে ঘটনায় যুবকের যাবজ্জীবন

শেরপুরে দুই শিশুকে ধর্ষণের মামলায় মো. শামীম মিয়া (২১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শামীম নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের নওশেন আলীর ছেলে। রায়ে একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী-শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু। মামলার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০১৯ সালের ৯ মে বিকেলে নকলা উপজেলার একটি কৃষক পরিবারের চাচাতো-জ্যাঠাতো দুই শিশুকন্যাকে মো. শামীম মিয়া বিস্কুট ও খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি কাঠের বাগানে নিয়ে যায়। সেখান ওই দুই শিশুকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেন শামীম। এরপর ওই দুই শিশু নিজ নিজ বাড়িতে গিয়ে রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনদের ঘটনা খুলে বলে। এ ঘটনায় পরদিন ১০ মে নকলা থানায় শামীম মিয়াকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন এক শিশুর বাবা। মামলার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয় শামীম মিয়া। তদন্ত শেষে একই বছরের ৮ সেপ্টেম্বর শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ হোসেন। এরপর ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত