Ajker Patrika

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২১: ২৫
স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. মিলন মিয়াকে (৩০) স্ত্রী হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। 

মামলা সূত্রে জানা যায়, লুৎফর রহমান নরসিংদীতে একটি ফ্রিজের দোকানে চাকরিরত থাকতে নরসিংদী জেলার শিবপুর গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাছরিন আক্তারের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে ২০১৬ সালের ১০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর লুৎফর জানতে পারেন যে তাঁর স্ত্রী দেহব্যবসার সঙ্গে জড়িত। তখন থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এই নিয়ে স্বামী লুৎফর রহমান নাছরিনকে নির্যাতন করেন। ২০১৭ সালের ১১ আগস্ট লুৎফর তাঁর স্ত্রীকে নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর গ্রামে রাতে ছুরি দিয়ে হত্যা করেন। পুলিশ পরদিন নাছরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এ ঘটনায় ২০১৭ সালের ২০ আগস্ট পুলিশ বাদী হয়ে নেত্রকোনা থানায় মামলা করে। তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ জজ উভয় পক্ষের সাক্ষ্যপ্রমাণাদি গ্রহণ শেষে আজ এ রায় দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. নুরুল কবির। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত