Ajker Patrika

মাকে খুনের দায়ে ছেলের মৃত্যুদণ্ড 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ৫৫
মাকে খুনের দায়ে ছেলের মৃত্যুদণ্ড 

ময়মনসিংহে মা মরিয়ম বেগমকে (৭০) কুপিয়ে হত্যার দায়ে ছেলে ছেলে মো. মস্তুফাকে (৫০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ভালুকা থানায় করা একটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবির উদ্দিন ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ভালুকার ডুগুলিয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মরিয়ম বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁর ছেলে মস্তুফা। ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে মো. শাহ জালাল বাদী হয়ে ঘটনার দিনই ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি পুলিশ আদালতে মো. মস্তুফাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত